আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক এখন আর অজানা নয়। কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয়বার সংসার ভাঙার পর থেকেই গৌরীর সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। তাদের বিয়ে নিয়ে প্রশ্নও প্রায়ই উঠছে। এবার সেই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন আমির খান।
গৌরী বেঙ্গালুরু মেয়ে। তার বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে, আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বাইয়ে গৌরীর সঙ্গে নতুন বাড়িতে বসবাস করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে প্রেমিকা গৌরীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের মুখে পড়েন আমির। এসময় তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই মন থেকে বিবাহিত। আমি আর গৌরী গভীরভাবে সম্পর্কে আছি। আমরা একে অপরের সব সময়ের সঙ্গী। সুখ-দুঃখে পাশে থাকি। বিয়ে আলাদা একটি বিষয়, একটি প্রতিষ্ঠান। এর বেশি আর কী চাওয়ার থাকতে পারে?’
মুম্বাইয়ে গৌরীকে নিয়ে যে বাড়িতে থাকছেন আমির, সেটি তার পরিবারের বাসভবন থেকে খুব বেশি দূরে নয়। ফলে দুই পরিবারেই নিয়মিত যাতায়াত ও দায়িত্ব পালনে কোনো সমস্যা হচ্ছে না।
উল্লেখ্য, গত বছর আমির খানের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো প্রকাশ্যে গৌরীর সঙ্গে পরিচয় করান তিনি। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা জানান আমির। জানা যায়, দুজনের পরিচয় দুই দশকেরও বেশি সময়ের। দীর্ঘ বন্ধুত্বই পরে রূপ নেয় প্রেমে।
সূত্র: আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন
বিনোদন ডেস্ক 

























