ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ফ্যাসিবাদের অন্যতম দোসর মহা দুর্নীতিবাজ, টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরীর ঢাকায় পোষ্টিং শিক্ষা প্রকৌশলী আলেক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পিলার ও কয়েন চক্রের মূলহোতা ফরিদপুরের আওয়ামী নেতা আব্দুস সোবহান মিথ্যা বলাৎকারের মামলায় পাঁচ মাস ধরে কারাবন্দি শ্রমজীবী মোতালেব হোসেন দুর্নীতির অভিযোগ ঝুলে থাকতেই এলজিইডির শীর্ষ পদে বেলাল হোসেন শহীদুল্লাহ সিন্ডিকেটের ৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্য আমিনবাজার ভূমি অফিসে ঘুষের আখড়া নাজির-ক্যাশিয়ার সাজেদুল ও সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভবভদী আদর্শ যুব সংঘ’-এর উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এবার লারা ক্রফট হয়ে ফিরছেন সোফি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

লারা ক্রফটের নাম যখন আসে, তখনই আমাদের মনে ভাসে পিঠে ব্যাগ, হাতে অস্ত্র, চোখে অদম্য জেদ–এমনই এক যোদ্ধার ছবি। নব্বইয়ের দশকে একটি ভিডিও গেম থেকে জন্ম নেওয়া এই চরিত্রটি আজ আর শুধু গেম কিংবা সিনেমার নায়িকা নন; তিনি হয়ে উঠেছেন সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলানো এক সাহসী নারীর প্রতীক হিসেবে; যার লড়াই শুধু শত্রুর বিরুদ্ধেই নয়, সময়ের বিরুদ্ধেও।

১৯৯৬ সালে প্রথম ভিডিও গেমের মাধ্যমে ‘টম্ব রাইডার’ প্রথম প্রকাশ হয়। তারপর কয়েক বছরের মধ্যেই লারা ক্রফট ভিডিও গেম জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী নারী চরিত্রে পরিণত হন। যে শুধু গেম নয়, বরং নারী অ্যাকশন হিরোর একটি নতুন সংজ্ঞা প্রতিষ্ঠা করেন। হলিউডের সিনেমায় লারা ক্রফটের রূপায়ণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। সিনেমায় এই চরিত্রটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শরীরে ধারণ করেছে। কখনও তিনি ছিলেন অ্যাঞ্জেলিনা জোলির গ্ল্যামার আর অ্যাকশনের মিশ্রণে আবার কখনও অ্যালিসিয়া ভিকান্ডারের বাস্তববাদী সংগ্রামে। প্রতিটি রূপান্তরেই লারা ক্রফটকে নতুন মাত্রা দিয়েছে।

এবার সেই ধারাবাহিকতায় নতুন এক নাম সংযুক্ত হতে চলেছে, যিনি রাজকীয় পোশাক, ক্ষমতার দ্বন্দ্ব ও রক্তের রাজনীতির মধ্যে বেড়ে ওঠা ‘সানসা স্টার্ক’ হিসেবে গোটা বিশ্বের দর্শকহৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন। তিনি সোফি টার্নার। এবার তিনি পা রাখতে চলেছেন এক সম্পূর্ণ ভিন্ন জগতে; যেখানে নেই কোনো সিংহাসন বা রাজপ্রাসাদ। আছে ধ্বংসস্তূপ, প্রাচীন ইতিহাসের স্তরে স্তরে পুঞ্জীভূত গোপন রহস্য আর অজানা পথের নিরন্তর ডাক।

অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ‘টম্ব রাইডার’ সিরিজে সোফি টার্নারের লারা ক্রফট আগের যে কোনো সংস্করণ থেকে আলাদা। এখানে লারা পরিপূর্ণ নায়িকা নন। তিনি একজন অন্বেষণকারী, একজন মানুষ, যিনি ভুল করেন, ভয়ও পান। এই লারা দৌড়ানোর আগে থামেন, লাফ দেওয়ার আগে ভাবেন, বিপদের মুখে শ্বাসরুদ্ধ করে প্রশ্ন করেন–কী সঠিক? অ্যামাজনের এ সিরিজটির চিত্রনাট্য করেছেন ফিবি ওয়ালার-ব্রিজ। তাঁর সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন চ্যাড হজ। সিরিজটির পরিচালনার দায়িত্বে আছেন জোনাথন ভ্যান টুলেকেন, যিনি একই সঙ্গে নির্বাহী প্রযোজকের ভূমিকাও পালন করবেন। দলটি শুরু থেকেই জানিয়ে দিয়েছেন, এটি কোনো প্রচলিত অ্যাকশন রিমেক বা পুনর্নির্মাণ নয়; বরং এটি এক নারীর আত্ম-অন্বেষণের গভীর ও সূক্ষ্ম বর্ণনা।

নির্মাতা জোনাথন ভ্যান টুলেকেনের ভাষ্য অনুযায়ী, এই সিরিজের কেন্দ্রে থাকবে বাবার রেখে যাওয়া অমীমাংসিত রহস্য, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত নিঃসঙ্গতার বোঝা এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার তীব্র তাগিদ। এই তিনের জটিল টানাপোড়েনের মধ্য দিয়েই গড়ে উঠবে নতুন লারা। এটি শুধু গুপ্তধন বা হারানো সভ্যতার সন্ধানের গল্প নয়; এটি মূলত একটি আত্মজৈবনিক যাত্রা, যেখানে লারাকে বহিরাগত শত্রুর পাশাপাশি নিজের ভেতরের ভয়, সন্দেহ ও দুর্বলতার সঙ্গেও লড়াই করতে হবে। সোফি টার্নার নিজে এ চরিত্রটিকে একটি ‘যাত্রা’ হিসেবেই দেখছেন। শারীরিক প্রস্তুতির পাশাপাশি তিনি মননশীলভাবে চরিত্রটির গভীরে পৌঁছানোর চেষ্টা করেছেন। পূর্ববর্তী লারা ক্রফটদের ছায়া এড়িয়ে তিনি চেয়েছেন চরিত্রটিকে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে উপস্থাপন করতে।

তাঁর মতে, লারা কোনো স্থির বা তৈরি ছাঁচ নন; তিনি প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি সিদ্ধান্তের মুখে নতুনভাবে গড়ে ওঠা এক মানুষ। তাই এই লারা নিখুঁত নাও হতে পারেন, কিন্তু তিনি নিশ্চিতভাবে সত্যিকারের। তাঁর ক্লান্তি, ভয়, পেছন ফিরে দেখার প্রবণতা– সবকিছুই তাঁকে আরও বেশি মানবিক ও বিশ্বাসযোগ্য করে তোলে।’

নতুন লারা হিসেবে সোফি টার্নারের নাম ঘোষণার পরই শুরু হয়ে গেছে নানা বিতর্ক ও আলোচনা। কেউ তুলনা করেছেন আগের অভিনেত্রীদের সঙ্গে, কেউ প্রশ্ন তুলেছেন চরিত্রের শারীরিক উপস্থাপন নিয়ে। কিন্তু লারা ক্রফটের ইতিহাস বলছে, তিনি বরাবরই বিতর্কের মধ্য দিয়েই এগিয়েছেন। কারণ তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়া এক জীবন্ত ধারণা; যার মূলে আছে পরিবর্তন ও অভিযোজন।

সোফি টার্নার ছাড়াও রয়েছেন সিগুর্নি ওয়েবার, জেসন আইজ্যাকস, মার্টিন বব-সেম্পল, জ্যাক ব্যানন, জন হেফারনান, বিল প্যাটারসন, প্যাটারসন জোসেফ, সাশা লুস, জুলিয়েট মোতামেদ, সেলিয়া ইম্রি ও অগাস্ট উইটগেনস্টাইন। সোফি টার্নারের নতুন এই টম্ব রাইডার সিরিজ হয়তো লারা ক্রফটকে আবারও নতুন প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে তুলবে– শুধু অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের জন্য নয়, বরং এক গভীর, সংবেদনশীল ও মানবিক গল্প বলার জন্য। হয়তো সোফি টার্নারের হাত ধরে লারা ক্রফট আবার নতুনভাবে আবিষ্কৃত হবেন, নতুনভাবে সংজ্ঞায়িত হবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

এবার লারা ক্রফট হয়ে ফিরছেন সোফি

আপডেট সময় ০৫:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

লারা ক্রফটের নাম যখন আসে, তখনই আমাদের মনে ভাসে পিঠে ব্যাগ, হাতে অস্ত্র, চোখে অদম্য জেদ–এমনই এক যোদ্ধার ছবি। নব্বইয়ের দশকে একটি ভিডিও গেম থেকে জন্ম নেওয়া এই চরিত্রটি আজ আর শুধু গেম কিংবা সিনেমার নায়িকা নন; তিনি হয়ে উঠেছেন সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলানো এক সাহসী নারীর প্রতীক হিসেবে; যার লড়াই শুধু শত্রুর বিরুদ্ধেই নয়, সময়ের বিরুদ্ধেও।

১৯৯৬ সালে প্রথম ভিডিও গেমের মাধ্যমে ‘টম্ব রাইডার’ প্রথম প্রকাশ হয়। তারপর কয়েক বছরের মধ্যেই লারা ক্রফট ভিডিও গেম জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী নারী চরিত্রে পরিণত হন। যে শুধু গেম নয়, বরং নারী অ্যাকশন হিরোর একটি নতুন সংজ্ঞা প্রতিষ্ঠা করেন। হলিউডের সিনেমায় লারা ক্রফটের রূপায়ণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। সিনেমায় এই চরিত্রটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শরীরে ধারণ করেছে। কখনও তিনি ছিলেন অ্যাঞ্জেলিনা জোলির গ্ল্যামার আর অ্যাকশনের মিশ্রণে আবার কখনও অ্যালিসিয়া ভিকান্ডারের বাস্তববাদী সংগ্রামে। প্রতিটি রূপান্তরেই লারা ক্রফটকে নতুন মাত্রা দিয়েছে।

এবার সেই ধারাবাহিকতায় নতুন এক নাম সংযুক্ত হতে চলেছে, যিনি রাজকীয় পোশাক, ক্ষমতার দ্বন্দ্ব ও রক্তের রাজনীতির মধ্যে বেড়ে ওঠা ‘সানসা স্টার্ক’ হিসেবে গোটা বিশ্বের দর্শকহৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন। তিনি সোফি টার্নার। এবার তিনি পা রাখতে চলেছেন এক সম্পূর্ণ ভিন্ন জগতে; যেখানে নেই কোনো সিংহাসন বা রাজপ্রাসাদ। আছে ধ্বংসস্তূপ, প্রাচীন ইতিহাসের স্তরে স্তরে পুঞ্জীভূত গোপন রহস্য আর অজানা পথের নিরন্তর ডাক।

অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ‘টম্ব রাইডার’ সিরিজে সোফি টার্নারের লারা ক্রফট আগের যে কোনো সংস্করণ থেকে আলাদা। এখানে লারা পরিপূর্ণ নায়িকা নন। তিনি একজন অন্বেষণকারী, একজন মানুষ, যিনি ভুল করেন, ভয়ও পান। এই লারা দৌড়ানোর আগে থামেন, লাফ দেওয়ার আগে ভাবেন, বিপদের মুখে শ্বাসরুদ্ধ করে প্রশ্ন করেন–কী সঠিক? অ্যামাজনের এ সিরিজটির চিত্রনাট্য করেছেন ফিবি ওয়ালার-ব্রিজ। তাঁর সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন চ্যাড হজ। সিরিজটির পরিচালনার দায়িত্বে আছেন জোনাথন ভ্যান টুলেকেন, যিনি একই সঙ্গে নির্বাহী প্রযোজকের ভূমিকাও পালন করবেন। দলটি শুরু থেকেই জানিয়ে দিয়েছেন, এটি কোনো প্রচলিত অ্যাকশন রিমেক বা পুনর্নির্মাণ নয়; বরং এটি এক নারীর আত্ম-অন্বেষণের গভীর ও সূক্ষ্ম বর্ণনা।

নির্মাতা জোনাথন ভ্যান টুলেকেনের ভাষ্য অনুযায়ী, এই সিরিজের কেন্দ্রে থাকবে বাবার রেখে যাওয়া অমীমাংসিত রহস্য, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত নিঃসঙ্গতার বোঝা এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার তীব্র তাগিদ। এই তিনের জটিল টানাপোড়েনের মধ্য দিয়েই গড়ে উঠবে নতুন লারা। এটি শুধু গুপ্তধন বা হারানো সভ্যতার সন্ধানের গল্প নয়; এটি মূলত একটি আত্মজৈবনিক যাত্রা, যেখানে লারাকে বহিরাগত শত্রুর পাশাপাশি নিজের ভেতরের ভয়, সন্দেহ ও দুর্বলতার সঙ্গেও লড়াই করতে হবে। সোফি টার্নার নিজে এ চরিত্রটিকে একটি ‘যাত্রা’ হিসেবেই দেখছেন। শারীরিক প্রস্তুতির পাশাপাশি তিনি মননশীলভাবে চরিত্রটির গভীরে পৌঁছানোর চেষ্টা করেছেন। পূর্ববর্তী লারা ক্রফটদের ছায়া এড়িয়ে তিনি চেয়েছেন চরিত্রটিকে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে উপস্থাপন করতে।

তাঁর মতে, লারা কোনো স্থির বা তৈরি ছাঁচ নন; তিনি প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি সিদ্ধান্তের মুখে নতুনভাবে গড়ে ওঠা এক মানুষ। তাই এই লারা নিখুঁত নাও হতে পারেন, কিন্তু তিনি নিশ্চিতভাবে সত্যিকারের। তাঁর ক্লান্তি, ভয়, পেছন ফিরে দেখার প্রবণতা– সবকিছুই তাঁকে আরও বেশি মানবিক ও বিশ্বাসযোগ্য করে তোলে।’

নতুন লারা হিসেবে সোফি টার্নারের নাম ঘোষণার পরই শুরু হয়ে গেছে নানা বিতর্ক ও আলোচনা। কেউ তুলনা করেছেন আগের অভিনেত্রীদের সঙ্গে, কেউ প্রশ্ন তুলেছেন চরিত্রের শারীরিক উপস্থাপন নিয়ে। কিন্তু লারা ক্রফটের ইতিহাস বলছে, তিনি বরাবরই বিতর্কের মধ্য দিয়েই এগিয়েছেন। কারণ তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়া এক জীবন্ত ধারণা; যার মূলে আছে পরিবর্তন ও অভিযোজন।

সোফি টার্নার ছাড়াও রয়েছেন সিগুর্নি ওয়েবার, জেসন আইজ্যাকস, মার্টিন বব-সেম্পল, জ্যাক ব্যানন, জন হেফারনান, বিল প্যাটারসন, প্যাটারসন জোসেফ, সাশা লুস, জুলিয়েট মোতামেদ, সেলিয়া ইম্রি ও অগাস্ট উইটগেনস্টাইন। সোফি টার্নারের নতুন এই টম্ব রাইডার সিরিজ হয়তো লারা ক্রফটকে আবারও নতুন প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে তুলবে– শুধু অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের জন্য নয়, বরং এক গভীর, সংবেদনশীল ও মানবিক গল্প বলার জন্য। হয়তো সোফি টার্নারের হাত ধরে লারা ক্রফট আবার নতুনভাবে আবিষ্কৃত হবেন, নতুনভাবে সংজ্ঞায়িত হবেন।