ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ফ্যাসিবাদের অন্যতম দোসর মহা দুর্নীতিবাজ, টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরীর ঢাকায় পোষ্টিং শিক্ষা প্রকৌশলী আলেক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পিলার ও কয়েন চক্রের মূলহোতা ফরিদপুরের আওয়ামী নেতা আব্দুস সোবহান মিথ্যা বলাৎকারের মামলায় পাঁচ মাস ধরে কারাবন্দি শ্রমজীবী মোতালেব হোসেন দুর্নীতির অভিযোগ ঝুলে থাকতেই এলজিইডির শীর্ষ পদে বেলাল হোসেন শহীদুল্লাহ সিন্ডিকেটের ৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্য আমিনবাজার ভূমি অফিসে ঘুষের আখড়া নাজির-ক্যাশিয়ার সাজেদুল ও সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভবভদী আদর্শ যুব সংঘ’-এর উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন ভারতীয় অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

আগামী ঈদে মুক্তির কথা রয়েছে সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’। তারকাবহুল এই সিনেমায় শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকাকে অভিনয়ে দেখা যাবে। এর মধ্যে রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

এর আগে টালিউড তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় অভিষেক করেন এই অভিনেত্রী। এবার শাকিব খানের সঙ্গে বাংলাদেশী সিনেমায় যাত্রা করছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন এ অভিনেত্রী। নায়কের প্রশংসা করে তিনি বলেন, ‘জনপ্রিয়তার দিক থেকে শাকিব খান যেমন শীর্ষে, কাজের ক্ষেত্রে তেমনি ভীষণ সহযোগী।’ শ্রীলঙ্কায় ইতোমধ্যে শাকিব খানের সঙ্গে টানা পাঁচ দিন শুটিং করেছেন বলেও জানান তিনি।

দেব ও শাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘শাকিব খান ও দেব দুই ইন্ডাস্ট্রির দুই তারকা হলেও সহ-অভিনেতা হিসেবে দুজনের মধ্যে আশ্চর্য রকম মিল আছে। দুজনেই এত বড় তারকা হয়েও সেটে সেটা বুঝতে দেন না।’

শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে জ্যোতির্ময়ী বলেন, সেটে সবাই তাকে আপন করে নিয়েছেন। ঈদ সামনে থাকায় সময়ের চাপ থাকলেও কাজ উপভোগ করছেন। নতুন শিল্পী হওয়া সত্ত্বেও কেউ তাকে আলাদা করে দেখেননি। সংলাপের উচ্চারণ ঠিক করতে সহশিল্পী ও টিমের সদস্যরা সহযোগিতা করেছেন বলেও জ্যোতির্ময়ী জানান।

উল্লেখ্য, শুরুতে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং ভারতে হওয়ার কথা থাকলেও ভিসাজনিত জটিলতার কারণে শিডিউল পিছিয়ে যায়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিংয়ের স্থান পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যায়।

নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় শাকিব একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন। ছবিটিতে আরও আছেন তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক পরিচিত মুখ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন ভারতীয় অভিনেত্রী

আপডেট সময় ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

আগামী ঈদে মুক্তির কথা রয়েছে সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’। তারকাবহুল এই সিনেমায় শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকাকে অভিনয়ে দেখা যাবে। এর মধ্যে রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

এর আগে টালিউড তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় অভিষেক করেন এই অভিনেত্রী। এবার শাকিব খানের সঙ্গে বাংলাদেশী সিনেমায় যাত্রা করছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন এ অভিনেত্রী। নায়কের প্রশংসা করে তিনি বলেন, ‘জনপ্রিয়তার দিক থেকে শাকিব খান যেমন শীর্ষে, কাজের ক্ষেত্রে তেমনি ভীষণ সহযোগী।’ শ্রীলঙ্কায় ইতোমধ্যে শাকিব খানের সঙ্গে টানা পাঁচ দিন শুটিং করেছেন বলেও জানান তিনি।

দেব ও শাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘শাকিব খান ও দেব দুই ইন্ডাস্ট্রির দুই তারকা হলেও সহ-অভিনেতা হিসেবে দুজনের মধ্যে আশ্চর্য রকম মিল আছে। দুজনেই এত বড় তারকা হয়েও সেটে সেটা বুঝতে দেন না।’

শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে জ্যোতির্ময়ী বলেন, সেটে সবাই তাকে আপন করে নিয়েছেন। ঈদ সামনে থাকায় সময়ের চাপ থাকলেও কাজ উপভোগ করছেন। নতুন শিল্পী হওয়া সত্ত্বেও কেউ তাকে আলাদা করে দেখেননি। সংলাপের উচ্চারণ ঠিক করতে সহশিল্পী ও টিমের সদস্যরা সহযোগিতা করেছেন বলেও জ্যোতির্ময়ী জানান।

উল্লেখ্য, শুরুতে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং ভারতে হওয়ার কথা থাকলেও ভিসাজনিত জটিলতার কারণে শিডিউল পিছিয়ে যায়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিংয়ের স্থান পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যায়।

নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় শাকিব একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন। ছবিটিতে আরও আছেন তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক পরিচিত মুখ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।