ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ফ্যাসিবাদের অন্যতম দোসর মহা দুর্নীতিবাজ, টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরীর ঢাকায় পোষ্টিং শিক্ষা প্রকৌশলী আলেক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পিলার ও কয়েন চক্রের মূলহোতা ফরিদপুরের আওয়ামী নেতা আব্দুস সোবহান মিথ্যা বলাৎকারের মামলায় পাঁচ মাস ধরে কারাবন্দি শ্রমজীবী মোতালেব হোসেন দুর্নীতির অভিযোগ ঝুলে থাকতেই এলজিইডির শীর্ষ পদে বেলাল হোসেন শহীদুল্লাহ সিন্ডিকেটের ৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্য আমিনবাজার ভূমি অফিসে ঘুষের আখড়া নাজির-ক্যাশিয়ার সাজেদুল ও সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভবভদী আদর্শ যুব সংঘ’-এর উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নতুন বছরের শুরুতেই নওগাঁয় ডিবি পুলিশের হানা, ৭ কেজি গাঁজাসহ আটক ১

নতুন বছর ২০২৬-এর শুরুতেই মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে নওগাঁ জেলা পুলিশ। বছরের শেষ রাত অর্থাৎ ৩১ ডিসেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩১)। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার চকমথুরা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বুধবার রাত ১০টার দিকে বদলগাছি থানাধীন থুপশহর গ্রাম এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রমজান আলীর বাড়ির সামনে দিয়ে এক ব্যক্তি মাথায় চটের বস্তা নিয়ে মাদক পাচার করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেন কৌশলে পাশের সামছুলের কলাবাগানের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে ডিবি পুলিশের চৌকস দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তার সঙ্গে থাকা চটের বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘‘২০২৬ সালের শুরু থেকেই জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। নওগাঁকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর এবং এ কাজে সমাজের সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

নতুন বছরের শুরুতেই নওগাঁয় ডিবি পুলিশের হানা, ৭ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

নতুন বছর ২০২৬-এর শুরুতেই মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে নওগাঁ জেলা পুলিশ। বছরের শেষ রাত অর্থাৎ ৩১ ডিসেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩১)। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার চকমথুরা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বুধবার রাত ১০টার দিকে বদলগাছি থানাধীন থুপশহর গ্রাম এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রমজান আলীর বাড়ির সামনে দিয়ে এক ব্যক্তি মাথায় চটের বস্তা নিয়ে মাদক পাচার করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেন কৌশলে পাশের সামছুলের কলাবাগানের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে ডিবি পুলিশের চৌকস দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তার সঙ্গে থাকা চটের বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘‘২০২৬ সালের শুরু থেকেই জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। নওগাঁকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর এবং এ কাজে সমাজের সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’’