নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রত্যন্ত গ্রাম ভবভদ্রী। এই গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরের স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে চলেছে একদল উদ্যমী তরুণ। তাদের সংগঠন ‘ভবভদ্রী আদর্শ যুব সংঘ’ (যুউঅ/নোয়া-০৬৩)-এর উদ্যোগে শীতের তীব্রতা উপেক্ষা করে অসহায়, বৃদ্ধ, গরিব ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৯ ও ২২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে ভবভদ্রী গ্রামের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি- যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
এই মহৎ উদ্যোগের অর্থের যোগান দেন ভবভদ্রী গ্রামের প্রবাসী ভাইয়েরা। তারা শুধু অনুদান দিয়েই দায়িত্ব শেষ করেননি; ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি আসফাক উদ্দিন তপু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান অনিক-এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। এ সময় উপকারভোগীদের জীবনযাত্রার মানও নোট করা হয়, যাতে ভবিষ্যতে আরও কার্যকর সহায়তা নিশ্চিত করা যায়।
এ মানবিক কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সহ-সভাপতি রিয়াদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ ইসলাম ওমর, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম রাহাত, সাংগঠনিক সম্পাদক সালমান সাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু নাইম, কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান, মিনার মাহমুদ মাহিম ও সিয়ামসহ সংগঠনের সকল সদস্য।
প্রাথমিকভাবে ৪৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে অনুদানের পরিমাণ বাড়লে উপকারভোগীর সংখ্যাও বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, ‘ভবভদ্রী আদর্শ যুব সংঘ’-এর পূর্ববর্তী কার্যক্রমের মধ্যে রয়েছে-
১) রক্তদান কর্মসূচি,
২) ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণ,
৩) মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক র্যালি,
৪) কবর জিয়ারত ফেস্টুন কর্মসূচি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘পরবর্তী সকল মানবিক কাজে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসী ভাইদের আমরা পাশে চাই। আপনাদের দেওয়া প্রতিটি অনুদান সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে এবং প্রতিটি কার্যক্রমের স্বচ্ছতা সবার সামনে তুলে ধরা হবে।’
সকলের ভালোবাসা ও সহযোগিতায় হাতে হাত রেখে এগিয়ে যাক ‘ভবভদ্রী আদর্শ যুব সংঘ’-আর ভবভদ্রী হোক মানবতা ও ঐক্যের এক আদর্শ ৷
হুমায়ুন কবির 






















