বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা ২৩, ২৪ ও ২৫ জানুয়ারী ৩ দিনব্যাপী সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন(এস,জে)মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফ-উজ- জামান।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম মাহতাব উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলাম, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমিন।
এসময় উপস্থিত ছিলেন সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন পেজে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া,সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস ও সদস্য নুর আলম শেখ প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেক। কর্মশালায় প্রিজাডিং অফিসার ও সহকারি প্রিজাডিং অফিসারগণ প্রশিক্ষণ গ্রহন করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমিন জানান, মুকসুদপুর উপজেলায় ৯৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এর জন্য-১০৫জন প্রিজাইডিং অফিসার,৬১১জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১১৬জন পুলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
মুহাম্মাদ বাবুল হোসেন, গোপালগঞ্জ 






















