সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত জনসমাগম নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় জনস্রোত কারওয়ান বাজার থেকে শুরু করে শ্যামলীর শিশুমেলা পর্যন্ত বিস্তৃত ছিল। খালি চোখে এই সংখ্যা নিরূপণ করা অসম্ভব হলেও অনুসন্ধানী প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ গুগল ম্যাপ ও জনসংখ্যা বিজ্ঞানীদের সহায়তায় একটি সম্ভাব্য পরিসংখ্যান প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে, জানাজায় অন্তত ৩২ লাখ মানুষের সমাগম হয়েছিল।
প্রতিবেদনে দেখা যায়, জানাজার মূল কেন্দ্র ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুটি মাঠ। কিন্তু মানুষের ঢল উপচে পড়ে মানিক মিয়া এভিনিউয়ের দুই পাশ, খামারবাড়ি মোড় হয়ে ফার্মগেট এবং সেখান থেকে কারওয়ান বাজার মোড় পর্যন্ত। অন্যদিকে ফার্মগেট থেকে বিজয় সরণি হয়ে আগারগাঁও মেট্রো স্টেশন এবং চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা পর্যন্ত মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। একইভাবে শিশুমেলা থেকে আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত রাস্তা ছিল লোকে লোকারণ্য।
গুগল ম্যাপের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, জানাজায় মানুষ দাঁড়িয়েছিল এমন রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১৩ দশমিক ০৪ কিলোমিটার। রাস্তার গড় প্রশস্ততা ২৪ মিটার (ফুটপাত বাদে ৮০ ফুট) ধরলে মোট রাস্তার আয়তন দাঁড়ায় ৩ লাখ ১২ হাজার ৯৬০ বর্গমিটার। এছাড়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে দুটি মাঠে জানাজা হয়েছে, তার মোট আয়তন ৮৭ হাজার ৬৩৬ বর্গমিটার। সব মিলিয়ে প্রায় ৪ লাখ ৫৯৬ বর্গমিটার এলাকায় মানুষ অবস্থান নিয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক জানান, সাধারণত কোনো সমাবেশে প্রতি বর্গমিটারে ৪ জন মানুষ ধরা হলেও বুধবারের পরিস্থিতিতে ভিড় ছিল অত্যন্ত ঠাসা। এমন অবস্থায় প্রতি বর্গমিটারে ৬ থেকে ৮ জন মানুষ দাঁড়ানো সম্ভব।
এই হিসাব অনুযায়ী:
-
প্রতি বর্গমিটারে ৪ জন ধরলে উপস্থিতির সংখ্যা দাঁড়ায় প্রায় ১৬ লাখ।
-
প্রতি বর্গমিটারে ৬ জন ধরলে সংখ্যাটি দাঁড়ায় প্রায় ২৪ লাখ।
-
আর প্রতি বর্গমিটারে ৮ জন করে হিসাব করলে জানাজায় উপস্থিত মানুষের সংখ্যা দাঁড়ায় ৩২ লাখ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই হিসাবের বাইরেও ঢাকার বিভিন্ন মেট্রো স্টেশন, ভবনের ছাদ এবং অলিগলিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষ জানাজায় শরিক হয়েছেন, যা এই গণনার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। ফলে প্রকৃত সংখ্যা ৩২ লাখেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 


















