ভোলার,বোরহানউদ্দিনে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সোহাগ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারী) দুপুর সোয়া ১টার দিকে ভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উদয়পুর রাস্তার মাথা সংলগ্নে হাজী বাড়ীর দরজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার সেলিমের ছেলে। এ ঘটনায় সিয়াম নামে আরো একজন আহত হয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সোহাগ ও সিয়াম মোটরসাইকেল যোগে উদয়পুর রাস্তার মাথা থেকে মনিরামের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মোটরসাইকেলটি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের হাজি বাড়ি এলাকায় আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পিলারের সাথে ধাক্কা খায় এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। গুরুতর অবস্থায় অপর আরোহী সিয়ামকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
এছাড়াও একঘন্টার ব্যবধানে ভোলা টু চরফ্যাশন মহা সড়কের লালমোহনের গজারিয়া ডাঃ আজহারউদ্দিন ডিগ্রী কলেজের সামনে আজ দুপুরে বাস ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এসময় বাস উল্টে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। আহতদের দ্রুত স্হানীয়রা হাসপাতালে নিয়ে যান।
রিয়াজ ফরাজী, ভোলা 


















