ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ফ্যাসিবাদের অন্যতম দোসর মহা দুর্নীতিবাজ, টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরীর ঢাকায় পোষ্টিং শিক্ষা প্রকৌশলী আলেক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পিলার ও কয়েন চক্রের মূলহোতা ফরিদপুরের আওয়ামী নেতা আব্দুস সোবহান মিথ্যা বলাৎকারের মামলায় পাঁচ মাস ধরে কারাবন্দি শ্রমজীবী মোতালেব হোসেন দুর্নীতির অভিযোগ ঝুলে থাকতেই এলজিইডির শীর্ষ পদে বেলাল হোসেন শহীদুল্লাহ সিন্ডিকেটের ৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্য আমিনবাজার ভূমি অফিসে ঘুষের আখড়া নাজির-ক্যাশিয়ার সাজেদুল ও সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভবভদী আদর্শ যুব সংঘ’-এর উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৪৩ বলে শামীমের ৮১ রানের বিধ্বংসী ইনিংস, তবু ৬ রানের আক্ষেপে পুড়ল ঢাকা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৪৭ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

সতীর্থরা যখন একে একে ব্যর্থতার মিছিলে যোগ দিয়ে সাজঘরে ফিরছিলেন, তখন ২২ গজে একাই বুক চিতিয়ে লড়লেন শামীম হোসেন পাটোয়ারী। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে জয়ের স্বপ্নও দেখালেন। মাত্র ৪৩ বলে ৮১ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। শামীমের এই বীরত্বগাথা ম্লান করে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট। জবাবে ঢাকার ইনিংস থামে ১৬৭ রানে।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমিরের তোপের মুখে পড়ে ঢাকা। দলীয় ১ রানেই হারায় প্রথম উইকেট। পাওয়ার প্লের শেষ বলে ১৫ বলে ২১ রান করে ফেরেন উসমান খান। হতাশ করেন সাইফ হাসান (৯), অধিনায়ক মোহাম্মদ মিঠুন (০) ও নাসির হোসেন (৫)। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ঢাকা।

তবে এরপরই দৃশ্যপটে আসেন শামীম হোসেন। ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানের (২৩) সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন। এরপর তাসকিন আহমেদকে এক প্রান্তে রেখে একাই তান্ডব চালান সিলেটের বোলারদের ওপর। ৩২ বলে ফিফটি তুলে নেওয়া শামীম শেষ পর্যন্ত ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। আমিরের করা সেই ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় ২০ রান তুললেও জয় থেকে ৬ রান দূরেই থামতে হয় ঢাকাকে।

এর আগে ব্যাটিংয়ে নেমে সিলেটের শুরুটাও ভালো হয়নি। ১৫ রানে ওপেনার রনি তালুকদার (১১) এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৬) আউট হন। তবে পারভেজ হোসেন ইমন ও সাইম আইয়ুবের ৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সিলেট। ইমন ৩২ বলে ৪৪ এবং সাইম ৩৪ বলে ২৯ রান করেন।

শেষ দিকে ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই। সালমান মির্জার এক ওভারেই ২২ রানসহ মাত্র ২৪ বলে অপরাজিত ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার এই ঝড়ো ব্যাটিংয়েই ১৭৩ রানের পুঁজি পায় সিলেট।

ঢাকার হয়ে সালমান মির্জা ২টি এবং তাসকিন, সাইফ হাসান ও সাইফউদ্দিন ১টি করে উইকেট শিকার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

৪৩ বলে শামীমের ৮১ রানের বিধ্বংসী ইনিংস, তবু ৬ রানের আক্ষেপে পুড়ল ঢাকা

আপডেট সময় ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

সতীর্থরা যখন একে একে ব্যর্থতার মিছিলে যোগ দিয়ে সাজঘরে ফিরছিলেন, তখন ২২ গজে একাই বুক চিতিয়ে লড়লেন শামীম হোসেন পাটোয়ারী। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে জয়ের স্বপ্নও দেখালেন। মাত্র ৪৩ বলে ৮১ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। শামীমের এই বীরত্বগাথা ম্লান করে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট। জবাবে ঢাকার ইনিংস থামে ১৬৭ রানে।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমিরের তোপের মুখে পড়ে ঢাকা। দলীয় ১ রানেই হারায় প্রথম উইকেট। পাওয়ার প্লের শেষ বলে ১৫ বলে ২১ রান করে ফেরেন উসমান খান। হতাশ করেন সাইফ হাসান (৯), অধিনায়ক মোহাম্মদ মিঠুন (০) ও নাসির হোসেন (৫)। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ঢাকা।

তবে এরপরই দৃশ্যপটে আসেন শামীম হোসেন। ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানের (২৩) সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন। এরপর তাসকিন আহমেদকে এক প্রান্তে রেখে একাই তান্ডব চালান সিলেটের বোলারদের ওপর। ৩২ বলে ফিফটি তুলে নেওয়া শামীম শেষ পর্যন্ত ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। আমিরের করা সেই ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় ২০ রান তুললেও জয় থেকে ৬ রান দূরেই থামতে হয় ঢাকাকে।

এর আগে ব্যাটিংয়ে নেমে সিলেটের শুরুটাও ভালো হয়নি। ১৫ রানে ওপেনার রনি তালুকদার (১১) এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৬) আউট হন। তবে পারভেজ হোসেন ইমন ও সাইম আইয়ুবের ৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সিলেট। ইমন ৩২ বলে ৪৪ এবং সাইম ৩৪ বলে ২৯ রান করেন।

শেষ দিকে ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই। সালমান মির্জার এক ওভারেই ২২ রানসহ মাত্র ২৪ বলে অপরাজিত ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার এই ঝড়ো ব্যাটিংয়েই ১৭৩ রানের পুঁজি পায় সিলেট।

ঢাকার হয়ে সালমান মির্জা ২টি এবং তাসকিন, সাইফ হাসান ও সাইফউদ্দিন ১টি করে উইকেট শিকার করেন।