ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ফ্যাসিবাদের অন্যতম দোসর মহা দুর্নীতিবাজ, টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরীর ঢাকায় পোষ্টিং শিক্ষা প্রকৌশলী আলেক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পিলার ও কয়েন চক্রের মূলহোতা ফরিদপুরের আওয়ামী নেতা আব্দুস সোবহান মিথ্যা বলাৎকারের মামলায় পাঁচ মাস ধরে কারাবন্দি শ্রমজীবী মোতালেব হোসেন দুর্নীতির অভিযোগ ঝুলে থাকতেই এলজিইডির শীর্ষ পদে বেলাল হোসেন শহীদুল্লাহ সিন্ডিকেটের ৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্য আমিনবাজার ভূমি অফিসে ঘুষের আখড়া নাজির-ক্যাশিয়ার সাজেদুল ও সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভবভদী আদর্শ যুব সংঘ’-এর উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আমিনবাজার ভূমি অফিসে ঘুষের আখড়া নাজির-ক্যাশিয়ার সাজেদুল ও সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ঢাকার সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেল ভূমি অফিসে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে নাজির কাম-ক্যাশিয়ার মো. সাজেদুল ইসলাম ও তার সহযোগী ফরহাদুএর বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. হানিফ মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঢাকা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে বলা হয়, নামজারি, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবার জন্য সরকার নির্ধারিত ফি’র বাইরে বড় অঙ্কের ঘুষ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে আবেদন বাতিল, ফাইল আটকে রাখা ও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে বেনামে অভিযোগ তৈরি করে হয়রানির পরিবেশ সৃষ্টি করেন এবং পরে তা নিষ্পত্তির নামে অর্থ আদায়ের চেষ্টা করেন। অভিযোগপত্রে একাধিক নামজারি মামলার নম্বর উল্লেখ করে সেখানে অনিয়মের তথ্যও তুলে ধরা হয়েছে। লিখিত অভিযোগে আরও গুরুতর দাবি করা হয় যে, মো. সাজেদুল ইসলাম পূর্বে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন এবং তার পদবি ছিল এএসআই। বিভিন্ন অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য নিজে সেবন ও বাইরে বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় এবং চাকরি হারান। অভিযোগে বলা হয়, পরবর্তীতে তিনি তার মামার মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ দিয়ে আমিনবাজার ভূমি অফিসে এই পদে নিয়োগ পান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাজেদুল ইসলাম নিজে মাদকাসক্ত এবং সাভার, আলমনগর ও আমিনবাজার এলাকায় একটি মাদক সেবী চক্রকে নিয়মিত মাদক সরবরাহ করেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তার ডোপ টেস্ট করা জরুরি বলে দাবি করেছেন অভিযোগকারী। অভিযোগে বলা হয়, সাজেদুল ইসলাম ও তার পক্ষ থেকে অভিযোগকারীকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগকারীর ভাষ্যমতে, তাকে বলা হয়েছে “তার স্ত্রী পুলিশে চাকরি করেন এবং র?্যাব-১০ এ কর্মরত রয়েছেন, চাইলে তাকে তুলে নিয়ে যাওয়া হবে।” লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে যে, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ রয়েছে, তবে সেগুলোর যথাযথ তদন্ত হয়নি বলে অভিযোগকারী দাবি করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের সাময়িক বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

আমিনবাজার ভূমি অফিসে ঘুষের আখড়া নাজির-ক্যাশিয়ার সাজেদুল ও সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আপডেট সময় ০৬:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

ঢাকার সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেল ভূমি অফিসে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে নাজির কাম-ক্যাশিয়ার মো. সাজেদুল ইসলাম ও তার সহযোগী ফরহাদুএর বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. হানিফ মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঢাকা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে বলা হয়, নামজারি, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবার জন্য সরকার নির্ধারিত ফি’র বাইরে বড় অঙ্কের ঘুষ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে আবেদন বাতিল, ফাইল আটকে রাখা ও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে বেনামে অভিযোগ তৈরি করে হয়রানির পরিবেশ সৃষ্টি করেন এবং পরে তা নিষ্পত্তির নামে অর্থ আদায়ের চেষ্টা করেন। অভিযোগপত্রে একাধিক নামজারি মামলার নম্বর উল্লেখ করে সেখানে অনিয়মের তথ্যও তুলে ধরা হয়েছে। লিখিত অভিযোগে আরও গুরুতর দাবি করা হয় যে, মো. সাজেদুল ইসলাম পূর্বে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন এবং তার পদবি ছিল এএসআই। বিভিন্ন অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য নিজে সেবন ও বাইরে বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় এবং চাকরি হারান। অভিযোগে বলা হয়, পরবর্তীতে তিনি তার মামার মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ দিয়ে আমিনবাজার ভূমি অফিসে এই পদে নিয়োগ পান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাজেদুল ইসলাম নিজে মাদকাসক্ত এবং সাভার, আলমনগর ও আমিনবাজার এলাকায় একটি মাদক সেবী চক্রকে নিয়মিত মাদক সরবরাহ করেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তার ডোপ টেস্ট করা জরুরি বলে দাবি করেছেন অভিযোগকারী। অভিযোগে বলা হয়, সাজেদুল ইসলাম ও তার পক্ষ থেকে অভিযোগকারীকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগকারীর ভাষ্যমতে, তাকে বলা হয়েছে “তার স্ত্রী পুলিশে চাকরি করেন এবং র?্যাব-১০ এ কর্মরত রয়েছেন, চাইলে তাকে তুলে নিয়ে যাওয়া হবে।” লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে যে, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ রয়েছে, তবে সেগুলোর যথাযথ তদন্ত হয়নি বলে অভিযোগকারী দাবি করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের সাময়িক বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।