ভারত সফর নিয়ে বাংলাদেশের অবস্থানকে কেন্দ্র করে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। জিও নিউজ জানাচ্ছে, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে।
পিসিবির একাধিক সূত্র জিও নিউজকে জানিয়েছে, আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি না মানে, তাহলে পাকিস্তান এ সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশের দাবি, নিরাপত্তাঝুঁকির কারণে তারা ভারতে খেলবে না। তারা চায় ম্যাচগুলো শ্রীলংকায় হোক। শ্রীলংকা এই বিশ্বকাপের সহ-আয়োজক।
এ পরিস্থিতির শুরু হয় মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি চুক্তি করলেও পরে বাদ দেওয়া হয়। এরপর বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচ শ্রীলংকায় চাওয়ার দাবি জানানো হয়। আইসিসি বাংলাদেশের আবেদন নাকচ করেছে। এরপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থান বদলায়নি। বোর্ড জানিয়েছে, তারা ভারতে যেতে রাজি নয়।
এ অবস্থায় বাংলাদেশ দুটি কঠিন পথের সামনে দাঁড়িয়ে। বিশ্বকাপ খেলতে হলে দাবি তুলে নিতে হবে। না হলে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে। আইসিসি স্পষ্ট করে বলেছে, বাংলাদেশ না খেললে অন্য দল নেওয়া হতে পারে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির কাছে আরও সময় চেয়েছেন। আজ ক্রীড়া উপদেষ্টা খেলোয়াড়দের সঙ্গে বসবেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বিশ্বকাপে খেলতে আগ্রহী বাংলাদেশ দল। বেশিরভাগ সিনিয়র খেলোয়াড় বিশ্বকাপে খেলতে চান। তারা অংশগ্রহণের পক্ষে।
আইসিসির বক্তব্য, বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকলে সূচি বদলানো যাবে না। তারা বলেছে, এমন সিদ্ধান্ত ভবিষ্যতের আইসিসি ইভেন্টের জন্য খারাপ নজির তৈরি করবে। সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ সি-তে আছে। দলটির প্রথম তিন ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
ক্রীড়া ডেস্ক 

























