গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন এলাকার হাটবাজারে উঠকে শুরু করছে হালি পেঁয়াজ । অনেকেই উঠিয়ে জমিতে হালি পেঁয়াজ রোপণ শুরু করেছে । উপজেলা বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের মাঠে হালি পেঁয়াজের হাট । এদিকে উপজেলার পেঁয়াজ চাষিরা হালি পেঁয়াজ রোপণের জণ্য জমি তৈরী করছেন। অনেক আবার রোপনও শুরু করছেন১টি পৌরসভা ১৬টি ইউনিয়নের মধ্যে পৌরসভা, গোবিন্দপুর,খান্দারপার,বাটিকামী গোহালা পশারগাতি,মোচনা, দিগনগর বেশি পেঁয়াজের আবাদ হয়। এই উপজেলা কিং তাহেরপুরি এই ধরনের পেঁয়াজের আবাদ বেশি হয়ে থাকে । চলতি বছরে উপজেলা ৬ হাজার ১০০ হেক্টোর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্র নির্ধালনকরা হয়েছ। গোবিন্দপুর ইউনিয়ন পেঁয়াজ চাষী বাবুল হোসেন বলেন হালি উঠিয়ে একই জমিতে হালি পেঁয়াজ রোপন শুরু করছি । হালি পেঁয়াজ রোপণে তেমন বায় হয় না বিঘাপতি সব মিলে ৪০-৪৫ হাজার টাকা ব্যয় হয় তবে বাজারে পেঁয়াজের এমন মূল্য পেল প্রান্কি কৃষকীনেক । লাভবান হবেন পরবতী সময়ে পেঁয়াজ উৎপাদনে আগ্রহী হবেন খান্দারপাড় ইউনিয়নের কৃষক বাচ্ছু বলেন হালি পেঁয়াজ বেশি দিন ঘরে রাখা যায় না । হালি পেঁয়াজ সারা বছর ঘরে রাখা যায় । যে কারলে মুড়িকাটা পেঁয়াজ রোপনের ঝুকি রয়েছে । তবে হালি পেঁয়াজের তেমন ঝুকি নেই যে কারণে অনেকে এরই মধ্যে হলি পেঁয়াজ রোপণ শুরু করেছেন । এই পেঁয়াজের বীজ চারা দিতে হয়। তারপর উঠিয়ে রোপণ করতে হয় ৮০-৯০ দিনের মধ্যে এই পেঁয়াজ উঠানো সম্ভব হয় উপজেলা কৃষি কর্মকর্তা বলেন প্রতিবছর মুকসুদপুর উপজেলা পেঁয়াজের আবাদ বাড়ছে এবছর প্রায় ৬হাজার হেক্টো জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্র নিধারণ করা হয়েছে আশা করছি এ লক্ষমাত্রা ছাড়িয়ে অর্জন হবে । বেশি ফলোনের জন্য চাষিদের উন্নত মানের কয়েকটি জাতের বীজ সংগ্রহের ক্ষেত্রের পরামর্শ দিয়েছি একই সঙ্গে চাষিদের অধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও পরামর্শ দিয়ে থাকি। তিনি আরও বলেন এরই মধ্যে কৃষকরা মুড়িকাটা হালি পেঁয়াজ উঠিয়ে বাজার জাত করছে । আবার অনেকে হালি উঠিয়ে রোপণ শুরু করছে ।
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে বিদ্যালয়ের মাঠে হালি পেঁয়াজের হাটবাজার
-
মুহাম্মাদ বাবুল হোসেন, গোপালগঞ্জ - আপডেট সময় ০৮:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- ৫৩৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























