আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের রাজনীতিতে আবারও আলোচনায় তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর-৩ (সদর) আসন থেকে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রানী কিন্ত এবার ঈগল প্রতীকের দলীয় প্রতীক হওয়ায় হরিণ অথবা মোরগ মার্কা নিয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন এই প্রার্থী। একই আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের নির্বাচন করবেন।
আনোয়ারা ইসলাম রানী দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন,রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছি। কোনো ক্ষমতার জোরে নয়, কোনো দলের ছায়ায় নয়, শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তি সঙ্গী করে এগিয়ে যেতে চাই। অবহেলিত মানুষের পাশে থাকতে চাই।
রানী আরো বলেন, আমি রাজনীতি করতে এসেছি জনগণের কল্যাণে সুবিধাভোগী হতে নয়, মানুষের অধিকার আদায় স্বাধীনভাবে কথা বলার জন্য । অবহেলিত কণ্ঠের ভাষা যেন কেউ রোধ করতে না পারে অধিকার আদায়ের জন্যই লড়ছি । আমার কোনো পিছুটান নেই, কোনো সংসার নেই। তাই পুরোটা সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি আমার নির্বাচনী এলাকার জনগণকে উৎসর্গ করতে চাই।
তিনি বলেন, রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে, সব প্রান্তিক ও পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে প্রান্তিকতা থেকে মুক্তি দেওয়ার এই সংগ্রাম আমার ব্যক্তিগত নয়, এটি একটি মানবিক দায়, একটি ন্যায়ের আন্দোলন। প্রতিটি কৃষক, শ্রমিক, নারী, তরুণ, বয়স্ক মানুষ, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমার এই পথচলা।
নুরপুর এলাকর ইকবাল মাহমুদ বলেন, রানীর বিকল্পপ্রার্থী নেই তিনি তৃতীয় লিঙ্গের হয়ে যে সংগ্রাম করে যাচ্ছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি রংপুরের অবহেলিত জনগোষ্ঠীর পাশে সবসময় থাকেন গতবার ভোট দিয়েছিলাম তিনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু ভোট চোরেরা তাকে নির্বাচিত করতে দেয়নি এবারও ভোট আমরা দেব তিনি নির্বাচিত হবেন আশা করি।
শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 






















