ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ফ্যাসিবাদের অন্যতম দোসর মহা দুর্নীতিবাজ, টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরীর ঢাকায় পোষ্টিং শিক্ষা প্রকৌশলী আলেক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পিলার ও কয়েন চক্রের মূলহোতা ফরিদপুরের আওয়ামী নেতা আব্দুস সোবহান মিথ্যা বলাৎকারের মামলায় পাঁচ মাস ধরে কারাবন্দি শ্রমজীবী মোতালেব হোসেন দুর্নীতির অভিযোগ ঝুলে থাকতেই এলজিইডির শীর্ষ পদে বেলাল হোসেন শহীদুল্লাহ সিন্ডিকেটের ৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্য আমিনবাজার ভূমি অফিসে ঘুষের আখড়া নাজির-ক্যাশিয়ার সাজেদুল ও সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভবভদী আদর্শ যুব সংঘ’-এর উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নবীর আদর্শে রাষ্ট্রগঠন ও ভোটাধিকার ফেরানোর কঠোর অঙ্গীকার তারেক রহমানের

বিএনপি ক্ষমতায় আসলে নবী করিম (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা শুরুর দিনে সিলেটে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেয়ার সময় এমন প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় তারেক রহমান বলেন, ‘বিগত ১৫-১৬ বছরে উন্নয়নের নামে দেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে, ডামি নির্বাচন ও রাতের ভোটে জনগণের ভোটাধিকার কেরে নেয়া হয়েছে— বিএনপি এ অবস্থার পরিবর্তন করতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সারা দেশের কৃষকদের পাশে দাঁড়াবে ‘ এছাড়া সারা দেশে আবারও খাল খনন কর্মসূচি হাতে নেয়ার অঙ্গিকারও ব্যক্ত করেন তিনি।

বেলা সাড়ে ১২টা নাগাদ সিলেটের আলিয়া মাদ্রাসার খেলার মাঠে আয়োজিত এ জনসমাবেশে উপস্থিত হন তিনি।

এর আগে, গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান রাত ৮টায় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে নেমে বাসে তিনি প্রথমেই যান হজরত শাহজালাল মাজার জিয়ারতে। এরপর হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টায় তারেক রহমান ও তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। পরে জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান।

এরপরেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। এসময় তিনি এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় ধানের শীষে ভোট চান।

সিলেট থেকে ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি আলাদা জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

নবীর আদর্শে রাষ্ট্রগঠন ও ভোটাধিকার ফেরানোর কঠোর অঙ্গীকার তারেক রহমানের

আপডেট সময় ০৪:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বিএনপি ক্ষমতায় আসলে নবী করিম (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা শুরুর দিনে সিলেটে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেয়ার সময় এমন প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় তারেক রহমান বলেন, ‘বিগত ১৫-১৬ বছরে উন্নয়নের নামে দেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে, ডামি নির্বাচন ও রাতের ভোটে জনগণের ভোটাধিকার কেরে নেয়া হয়েছে— বিএনপি এ অবস্থার পরিবর্তন করতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সারা দেশের কৃষকদের পাশে দাঁড়াবে ‘ এছাড়া সারা দেশে আবারও খাল খনন কর্মসূচি হাতে নেয়ার অঙ্গিকারও ব্যক্ত করেন তিনি।

বেলা সাড়ে ১২টা নাগাদ সিলেটের আলিয়া মাদ্রাসার খেলার মাঠে আয়োজিত এ জনসমাবেশে উপস্থিত হন তিনি।

এর আগে, গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান রাত ৮টায় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে নেমে বাসে তিনি প্রথমেই যান হজরত শাহজালাল মাজার জিয়ারতে। এরপর হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টায় তারেক রহমান ও তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। পরে জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান।

এরপরেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। এসময় তিনি এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় ধানের শীষে ভোট চান।

সিলেট থেকে ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি আলাদা জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।