ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ফ্যাসিবাদের অন্যতম দোসর মহা দুর্নীতিবাজ, টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরীর ঢাকায় পোষ্টিং শিক্ষা প্রকৌশলী আলেক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পিলার ও কয়েন চক্রের মূলহোতা ফরিদপুরের আওয়ামী নেতা আব্দুস সোবহান মিথ্যা বলাৎকারের মামলায় পাঁচ মাস ধরে কারাবন্দি শ্রমজীবী মোতালেব হোসেন দুর্নীতির অভিযোগ ঝুলে থাকতেই এলজিইডির শীর্ষ পদে বেলাল হোসেন শহীদুল্লাহ সিন্ডিকেটের ৩৮৭ কোটি টাকার ঘুষ-বাণিজ্য আমিনবাজার ভূমি অফিসে ঘুষের আখড়া নাজির-ক্যাশিয়ার সাজেদুল ও সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভবভদী আদর্শ যুব সংঘ’-এর উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চসিক ১৫ হাজার কুকুরকে দিবে জলাতঙ্কের ভ্যাকসিন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৫৬৬ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এই কার্যক্রমের আওতায় নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ১৫ হাজার কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে। কুকুর টিকাদান কার্যক্রম বা মাস ডগ ভ্যাক্সিনেশন (এমভিভি) কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) চসিক কার্যালয়ে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব। নগরবাসীকে সুরক্ষিত রাখতে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে কুকুরদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে এই কর্মসূচি সফল করতে সিটি করপোরেশনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, এর জন্য সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, বিভিন্ন জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং চসিক স্বাস্থ্য বিভাগের ডা. মো. নুরুল, ডা. হায়দার, ডা. মাসুদ রেজা খান, ডা. ইমতিয়াজ, ডা. কামরুল, ডা. হোসনে আরা ও ডা. তপন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চসিক সূত্র জানায়, খুব শিগগিরই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কার্যক্রম শুরু হবে। এর ফলে নগরীতে জলাতঙ্কের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

চসিক ১৫ হাজার কুকুরকে দিবে জলাতঙ্কের ভ্যাকসিন

আপডেট সময় ০৪:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এই কার্যক্রমের আওতায় নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ১৫ হাজার কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে। কুকুর টিকাদান কার্যক্রম বা মাস ডগ ভ্যাক্সিনেশন (এমভিভি) কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) চসিক কার্যালয়ে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব। নগরবাসীকে সুরক্ষিত রাখতে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে কুকুরদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে এই কর্মসূচি সফল করতে সিটি করপোরেশনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, এর জন্য সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, বিভিন্ন জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং চসিক স্বাস্থ্য বিভাগের ডা. মো. নুরুল, ডা. হায়দার, ডা. মাসুদ রেজা খান, ডা. ইমতিয়াজ, ডা. কামরুল, ডা. হোসনে আরা ও ডা. তপন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চসিক সূত্র জানায়, খুব শিগগিরই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কার্যক্রম শুরু হবে। এর ফলে নগরীতে জলাতঙ্কের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।