মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এই কার্যক্রমের আওতায় নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ১৫ হাজার কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে। কুকুর টিকাদান কার্যক্রম বা মাস ডগ ভ্যাক্সিনেশন (এমভিভি) কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) চসিক কার্যালয়ে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।
সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব। নগরবাসীকে সুরক্ষিত রাখতে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে কুকুরদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে এই কর্মসূচি সফল করতে সিটি করপোরেশনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, এর জন্য সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, বিভিন্ন জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং চসিক স্বাস্থ্য বিভাগের ডা. মো. নুরুল, ডা. হায়দার, ডা. মাসুদ রেজা খান, ডা. ইমতিয়াজ, ডা. কামরুল, ডা. হোসনে আরা ও ডা. তপন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চসিক সূত্র জানায়, খুব শিগগিরই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কার্যক্রম শুরু হবে। এর ফলে নগরীতে জলাতঙ্কের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক 



















