আগামী বছর থেকে রাজধানীর নির্দিষ্ট স্থানে ইংরেজি বর্ষপূর্তি উদযাপনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষপূর্তি উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে গত এক সপ্তাহ ধরে অভিযানে ১৭২ কেজি ক্লাস্টার বোমা, আতশবাজি, চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় ৫টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, পরিবেশ দূষণে সবচেয়ে বড় ভূমিকা রাখে শব্দদূষণ। আর এটি সবচেয়ে বেশি হয় বর্ষ উদযাপনকে কেন্দ্র করে।