গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবরে পুলিশি অভিযানে রাব্বি (২৭) নামে এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে টঙ্গীতে বিচ্ছিন্নভাবে নিষিদ্ধ ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী পালনের চেষ্টা করছে বলে সংবাদ ছিল। সেই সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রাব্বিকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।