ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শিবচরে গোল্ডেন লাইন পরিবহণ নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এক্সপ্রেসওয়ের কুতুবপুর ৪নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ১০যাত্রী। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।