তীব্র ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন।
তিনি বলেন, শুক্রবার দিনগত রাত ১০ থেকে তীব্র ঘন কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ফেরি মাস্টারদের দৃষ্টি সীমা শূন্যতে নেমে এলে এক পর্যায়ে তারা নৌরুটের কোনো ধরনের মার্কার দেখতে অক্ষম হয়ে পড়েন। এ কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে রাত ১১ টার দিকে ফেরি চলাচল বন্ধ করো দেওয়া হয়। এতে করে নদী পার হতে না পেরে ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে গেছে।
তিনি আরও বলেন, যানবাহন পারাপারে এ নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৫টি ফেরি রয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে।