ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন ধনেপাতা মেশানো জলের যত গুণাগুণ

ধনেপাতা স্বাস্থের জন্য অনেক উপকারী। ধনেপাতা বড় রোগের ঝুঁকি কমায়। এটি খেলে হার্টও কিন্তু ভালো থাকে।

সকালে খালি পেটে ধনেপাতা ভিজিয়ে পানি খেলে তা আপনার ত্বক ভালো রাখবে। টক্সিন দূর হবে শরীর থেকে। উজ্জ্বলতাও আসবে ত্বকে।  কিন্তু কখন কিভাবে খাবেন, উপকারিতা কি; জেনে নিন-

যত উপকারিতা

ধনেপাতা গুঁড়ো করে হালকা ভেজে নিয়ে আরও ভালো করে গুঁড়ো রেখে দিন। পরে অন্য শাক সবজির সঙ্গে মিশিয়ে খেতে পারবেন। আবার অনেকে ধনেপাতার বীজও খেয়ে থাকেন। রাতের বেলা ধনেপাতা ভিজিয়ে পানি খাওয়ার উপকারিতা খুব।

ওজন কমাবে 

বিশেষজ্ঞদের বলছেন, প্রত্যেক দিন খালি পেটে ধনেপাতা ভিজিয়ে পানি খেলে আপনার ওজন কমবে। পরিপাকতন্ত্র ভালো থাকবে। খালি পেটে এই পানি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

টক্সিন দূর করে

খালি পেটে ধনেপাতা মেশানো পানি খেলে এটা শরীর থেকে টক্সিন দূর করে। এছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই পানি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে; যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। এমনকি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ধনেপাতা ভেজানো পানি।

কমবে পেট ফোলা

যাদের গ্যাস, অম্বলের সমস্যা; পেট ফোলা ও পেট ফাঁপার সমস্যা দূর করতে নিয়মিত ধনেপাতা ভেজানো পানি খেতে পারেন।

হজম ক্ষমতা বাড়াবে 

অ্যাসিডের কারণে যাদের হজম ক্ষমতা কম কিংবা যাদের পেট ভার ভার লাগে; সহজে ক্ষুধা লাগে না- তারা এ ধনে মেশানো পানি খেতে পারেন। পেটের সমস্যা থাকবে না, ক্ষুধা বাড়বে। ফলে গ্যাস সমস্যা দূর হবে।

 যেভাবে খাবেন

প্রথমে চার টেবিল চামচ ধনেবীজ নিয়ে একটি পাত্রে ভালোভাবে ধুয়ে নিন। তারপর তাতে ৬০০ মিলিগ্রাম জল মিশিয়ে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।

এরপর মেশানো জল খেতে পারেন। না হলে গ্যাসে খানিকক্ষণ ফুটিয়ে নিন, তারপর সেটি হালকা করে ছেঁকে নিয়ে ঠান্ডা করে খেতে পারেন; যা আপনার শরীরে বহুমুখী উপকারে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেনে নিন ধনেপাতা মেশানো জলের যত গুণাগুণ

আপডেট সময় ০৮:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

ধনেপাতা স্বাস্থের জন্য অনেক উপকারী। ধনেপাতা বড় রোগের ঝুঁকি কমায়। এটি খেলে হার্টও কিন্তু ভালো থাকে।

সকালে খালি পেটে ধনেপাতা ভিজিয়ে পানি খেলে তা আপনার ত্বক ভালো রাখবে। টক্সিন দূর হবে শরীর থেকে। উজ্জ্বলতাও আসবে ত্বকে।  কিন্তু কখন কিভাবে খাবেন, উপকারিতা কি; জেনে নিন-

যত উপকারিতা

ধনেপাতা গুঁড়ো করে হালকা ভেজে নিয়ে আরও ভালো করে গুঁড়ো রেখে দিন। পরে অন্য শাক সবজির সঙ্গে মিশিয়ে খেতে পারবেন। আবার অনেকে ধনেপাতার বীজও খেয়ে থাকেন। রাতের বেলা ধনেপাতা ভিজিয়ে পানি খাওয়ার উপকারিতা খুব।

ওজন কমাবে 

বিশেষজ্ঞদের বলছেন, প্রত্যেক দিন খালি পেটে ধনেপাতা ভিজিয়ে পানি খেলে আপনার ওজন কমবে। পরিপাকতন্ত্র ভালো থাকবে। খালি পেটে এই পানি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

টক্সিন দূর করে

খালি পেটে ধনেপাতা মেশানো পানি খেলে এটা শরীর থেকে টক্সিন দূর করে। এছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই পানি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে; যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। এমনকি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ধনেপাতা ভেজানো পানি।

কমবে পেট ফোলা

যাদের গ্যাস, অম্বলের সমস্যা; পেট ফোলা ও পেট ফাঁপার সমস্যা দূর করতে নিয়মিত ধনেপাতা ভেজানো পানি খেতে পারেন।

হজম ক্ষমতা বাড়াবে 

অ্যাসিডের কারণে যাদের হজম ক্ষমতা কম কিংবা যাদের পেট ভার ভার লাগে; সহজে ক্ষুধা লাগে না- তারা এ ধনে মেশানো পানি খেতে পারেন। পেটের সমস্যা থাকবে না, ক্ষুধা বাড়বে। ফলে গ্যাস সমস্যা দূর হবে।

 যেভাবে খাবেন

প্রথমে চার টেবিল চামচ ধনেবীজ নিয়ে একটি পাত্রে ভালোভাবে ধুয়ে নিন। তারপর তাতে ৬০০ মিলিগ্রাম জল মিশিয়ে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।

এরপর মেশানো জল খেতে পারেন। না হলে গ্যাসে খানিকক্ষণ ফুটিয়ে নিন, তারপর সেটি হালকা করে ছেঁকে নিয়ে ঠান্ডা করে খেতে পারেন; যা আপনার শরীরে বহুমুখী উপকারে আসবে।