রাজবাড়ীর কালুখালীতে মনমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে বাংলা শুভ নববর্ষ ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সোমবার ১৪ এপ্রিল সকাল ৯ টা ৩০ মিনিট এর সময় উপজেলা পরিষদ চত্তর থেকে আনন্দ শুভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি উপজেলা আশপাশ রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।এ সময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, সহকারি কমিশনার( ভূমি) শামস শাদাত মাহমুদউল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন,কালুখালী থানা অফিসার ইনচার্জ মো.জাহেদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান,
সমবায় অফিসার মোঃ আব্দুল জব্বার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্তরে বর্ষবরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এরপর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।