প্রাণ প্রকৃতি সুরক্ষায় সারাবছর নদীতে পানি দরকার। আমাদের মধ্যে সমতল মানিকগঞ্জ জেলায় একসম অসংখ্য নদী বৈচিত্র্য ছিল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ভোগবাদী সমাজের মনুষ্যসৃষ্ট দূর্যোগের কবলে আজ সেটি হারিয়ে যাচ্ছে।
মানিকগঞ্জ ঐতিহ্যবাহী কালিগঙ্গার বিপ্রবেতিলা সৈয়দপুর নদীর পারে খেয়াঘাটটি এলাকাবাসীর নামে ভূমিদস্যুতার মবসন্ত্রাসে আক্রান্ত হয়ে রাস্তায় পরিনত হয়েছে।
বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. আসমত আলী টেলিফোনে বলেন আমি এই কাজে বাধা দিয়েছি এবং সরকারি কোন বরাদ্দ দেইনি। কিন্তু পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মহিদুর রহমানের প্রত্যক্ষ ও পরিষদের সহযোগিতা নিয়ে এলাকাবাসী এই কাজ করেন। পুটাইল ইউপি চেয়ারম্যানকে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। নদীতে বাধের সুবিধা ও অসুবিধা নিয়ে এলাকার লোকজনের সাথে কথা হলে এপারের মানুষ বিপক্ষে এবং ওপারে মানুষ পক্ষে হলেও অনেকই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
আমরা মানুষ ও প্রাণ প্রকৃতির বৃহত্তর জাতীয় স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বাধটি খুলে দেয়ার জোর দাবি জানাই।
মানিকগঞ্জের বিপ্রবেতিলা সৈয়দপুর কালিগঙ্গা নদী ভরাট করে রাস্তা
-
মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ
- আপডেট সময় ০৯:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- ৭২৩ বার পড়া হয়েছে