৪ এপ্রিল ২০২৫ শুক্রবার সকাল ১০ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্নপুর বড় দিঘী ঈদগার আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করার সময় ঈদগাটির অধীনে থাকা ৯ টি মসজিদ মহল্লা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ,মুসল্লী ও বহু জনসাধারণ উপস্থিত ছিলেন। সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মো:আওলাদ হোসেন সরকার। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোঃ ইসরাফিল হোসেন,অধ্যাপক- নর্দান ইউনিভার্সিটি, ঢাকা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মোঃ বোরহান উদ্দিন সরকার।
১ নং উপদেষ্টা মনোনীত হয়েছেন জনাব মীর মোঃ নূরে আ: হাই,সাবেক চেয়ারম্যান গোসিংগা ইউনিয়ন পরিষদ। ২ নং উপদেষ্টা মনোনিত হয়েছেন জেএম আজাহারুল ইসলাম সরকার। প্রধান মোতাওয়াল্লি নির্বাচিত হয়েছেন জনাব আ: হেকিম আকন্দ। তবে অল্প কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে জানা যায়।
ঐতিহাসিকদের মতে ১০৪৫ সালের দিকে চন্দ্র বংশের শেষ রাজা গোবিন্দ চন্দ্র ও কলচুরির রাজা লক্ষী কর্ণের মধ্যে যুদ্ধ বাদে। সেই যুদ্ধে লক্ষী কর্নের কাছে গোবিন্দ চন্দ্র পরাজিত হয়।সেই বিজয়ের স্মৃতিচিহ্ন ধরে রাখতে তিনি এই বড়দিঘী ও দিঘির পশ্চিমাংশে একটি রাজবাড়ী নির্মাণ করেছিলেন। জনশ্রুতিতে আছে রাজা কর্ণপাল স্ত্রীকে খুশি করার জন্য এই দিঘিটি খনন করেছিলেন। প্রায় ২০০ বছর আগে পার্শ্ববর্তী কাপাসিয়ার সিংহশ্রী থেকে আগত স্বরপদি আকন্দ ও তার ভাই অরপদি আকন্দ রাজবংশ বিলুপ্ত হওয়ার পর এই এলাকায় একটি বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।সেই থেকে এই স্থানটি আকন্দ বংশের অধীনে চলে আসে। পরবর্তীতে এলাকার লোকজন আকন্দ বংশের সাথে পরামর্শ করে দিঘির পশ্চিম পাড়ে এই ঈদগাটি তৈরি করেন।
গাজীপুর কর্নপুর বড়দিঘী ঈদগার কমিটি গঠন
-
কবির আকন্দ(শ্রীপুর প্রতিনিধি):
- আপডেট সময় ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- ৫৭৬ বার পড়া হয়েছে