ভোলার-বোরহানউদ্দিনে জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি ২০২৫) সকাল ৯ টার দিকে বিএনপির কার্যালয় সংলগ্নে খোলা মাঠে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী দোয়া ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপন করা হয়।পরে সেখানে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা।
এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জরো হয় তারা। এ সময় বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আজম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ন আহ্বায়ক মনজুরুল আলম ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, সহ সভাপতি আঃ রব হাওলাদার, সহ সভাপতি বশির আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, ইউসুফ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন,যুগ্ন আহ্বায়ক ফকরুল ইসলাম মিঠু, যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান শাহিন, যুগ্ন আহ্বায়ক কবির নক্তি, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান সাগর, যুগ্ন আহ্বায়ক সুমন পঞ্চায়েত, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের আহবায়ক আলমগীর মাতাব্বর, সদস্য সচিব জামাল পঞ্চায়েত, উপজেলা পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা আশরাফুল আলম সবুজ, সাবেক ছাত্রদল নেতা আলম খানের হৃদয়, পৌর ছাত্রদল মনোয়ার হোসেন টিপু, ছাত্রদল নেতা ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান শাওন,আঃজব্বার কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক সৈকত জাহান হৃদয়,ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভার সঞ্চালনা করেন,বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. তানজিল হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন-বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদল অনেক সুসংগঠিত। বিগত বছরগুলোতে ছাত্রদল বিএনপির ভ্যানঘাট হিসেবে কাজ করেছে। বোরহানউদ্দিনের অদৃশ্য শক্তি থেকে ছাত্রদলের নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। সামনে ছাত্রদলের অনেক ভুমিকা নিয়ে কাজ করতে হবে। এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি মাসে মাদক বিরোধী র্যালি করার জন্য অনুরোধ করেন।