জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র গঠনে এক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়াবি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসদিন, উপজেলা প্রকৌশলী মো. শাহআলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. মোহতাছিম বিল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।