সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আনম এহছানুল হক মিলন বলেছেন, তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে আজকে কচুয়া তথা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। অধীর আগ্রহে বসে আছে গণ মানুষের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে।
তিনি শনিবার বিকালে চাঁদপুরের কচুয়ার সাচার উত্তর বিএনপির আয়োজনে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
সাচার ইউনিয়ন বিএনপির (একাংশের) সভাপতি আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আতিকু রহমান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, শাহজালাল প্রধান জালাল, ইউসুফ মিয়াজী, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সম্পাদক হাবিবুন নবী সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সম্রাট রইজ উদ্দিন চেৌধুরী ও কচুয়া পেৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরীফ প্রমুখ।