বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (৪৬) মারা গেছেন।
সকাল ১১টায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, পরিচালকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। মরহুম মোহাম্মদ সাইফুল ইসলাম এর জানাজা শেষে তাঁকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিশানীয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাইফুল ইসলাম এর মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
২০১০ সালের নভেম্বরে অডিট অফিসার হিসেবে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন সাইফুল ইসলাম।