০৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সি – ব্লক বনশ্রী আটোগ্রাফ মিউজিক রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টার, বনশ্রী-আফতাবনগর অফিসার্স ক্লাবের আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা, নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভায় সভাপতিত্ব করেন, বনশ্রী -আফতাবনগর অফিসার্স ক্লাবের সভাপতি, মাহমুদ জাহাঙ্গীর আলম
অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ। সঞ্চালনা ও বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন লিখিত বক্তব্য তুলে ধরেন, বনশ্রী -আফতাবনগর অফিসার্স ক্লাবের, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ মুকসুদ আলম খান মুকুট, উপ-পরিচালক, বিএডিসি ও মুণ্য মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন
বনশ্রী – আফতাবনগর অফিসার্স ক্লাবের সহ – সভাপতি শাহ আবু রায়হান আল বেরুনী অবসরপ্রাপ্ত সিনিয়র যুগ্ম সচিব সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
তিন বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের ৫১ সদস্য এবং
উপদেষ্টা পরিষদের ০৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন, উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার, আব্দুছ ছাত্তার শেখ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। নির্বাচনে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন, মাহমুদ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ মুকসুদ আলম খান মুকুট। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার, প্রকৌশলী আকতার হোসেন ভূঁইয়া।
কার্যনির্বাহী পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি হলোঃ-
১. সভাপতি(১) মাহমুদ জাহাঙ্গীর আলম, সিনিয়র জেলা ও দায়রা জজ, গ্রেড-১ (অবঃ)। ২. সহ-সভাপতি(৫) ১. শাহ আবু রায়হান আলবেরুনী সদস্য, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনে, বানিজ্য মন্ত্রণালয়, ২. বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, উপপরিচালক (অবঃ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ৩. কৃষিবিদ মো. রুহুল আমিন, যুগ্ম পরিচালক, বিএডিসি, 8. প্রকৌশলী এনামুল হক পটোয়ারী, ব্যবস্থাপনা পরিচালক, অল রাজী ইসলামিয়া হাসপাতাল লিঃ, ৫. ইঞ্জিনিয়ার মোঃ মতিয়র রহমান, ম্যানেজিং ডিরেক্টর, জিএম এ্যাপটিমেন্ট লিঃ, সাবেক রাস্তা বিষয়ক সম্পাদক, বনশ্রী সোসাইটি। ৩. সাধারণ সম্পাদক(১), কৃষিবিদ মোঃ মুকসুদ আলম খান মুকুট, উপ-পরিচালক, বিএডিসি ও মুণ্য মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। ৪. যুগ্ম সাধারণ সম্পাদক(৭)
১. মুন্সী আসাদুর রহমান, ডেপুটি ম্যানেজার, জিএসএ ক্যাথে প্যাসিফিক এয়ার ওয়েজ (সভাপতি গ্লোবাল রাইজিং ফাউন্ডেশন, এডমিন প্যানেল বনশ্রী পরিবার ও গ্রীন সোসাইটি বিডি), ২. মো: মাসুদ আহমেদ, প্রোডাকশন কনসালটেন্ট, কিউ এ সার্ভিসেস হংকং লিঃ, ৩. মোহাম্মদ বায়েজীদ ভূঞা, এসিএমএ উপপ্রধান (অর্থ), বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়,
৪. মাহবুবুল আলম, সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ৫. প্রকৌশলী মোঃ শাহীন হোসেন, প্রজেক্ট ম্যানেজার, ইস্ট কোস্ট গ্রুপ (এডমিন প্যানেল হোয়াটস গ্রুপ, বনশ্রী), ৬. মো. জাহাঙ্গির আলম, ম্যানেজিং ডাইরেক্টর, রুপান্তর গ্রুপ, ৭. মোঃ শামীমুল আলম (শামিম), সিনিয়র ম্যানেজার, গ্রান্ড কর্পোরেশন প্রাঃ লিঃ। ৫. সাংগঠনিক সম্পাদক(৩) ১. কামরুল হাসান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, মতিঝিল হাউজিং এন্ড ডেভেলাপমেন্ট লিঃ, ২. শিব্বির আহমেদ সেলিম, বিশিষ্ট ব্যাংকার, ৩. মাহবুবুর রহমান সরকার, মার্চেন্ডাইজিং ম্যানেজার, নিউ ওয়েভ গ্রুপ। ৬. যুগ্ন সাংগঠনিক সম্পাদক(৩) ১. মো. মাহফুজুল আলম, ম্যানেজিং ডাইরেক্টর, এসএম সারাফ এন্টারপ্রাইজ, ২. একেএম খায়রুল আলম, যদস্য এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এনআরবি ব্যাংক, ৩. মামুন আহমেদ। ৭. অর্থ সম্পাদক, শ্যামল কান্তি নাথ, সাবেক ডিজিএম, সোনালী ব্যাংক লিঃ। ৮. যুগ্ন অর্থ সম্পাদক, নুরুল ইসলাম চৌধুরী, এসিএমএ, ম্যানেজার(অর্থ), তিতাস গ্যাস লিঃ। ৯. স্বাস্থ্য সম্পাদক, ডা. মোঃ মিজানুর রহমান, কনসালটেন্ট, রাবেয়া চক্ষু সেন্টার। ১০. যুগ্ম স্বাস্থ্য সম্পাদক, ডা. রাসেদ মো. শরীফ। ১১. আইন সম্পাদক, মোঃ জামিল হোসেন, সিনিয়র ম্যানেজার, নিটল-নিলয় গ্রুপ। ১২. যুগ্য আইন সম্পাদক, হাসিনা আকার জুঁই, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ, সিআরএম, রিটেইল। ১৩. ক্রীড়া সম্পাদক, রোটারিয়ান সাইফুল ইসলাম, এজিএম, নোয়াপাড়া গ্রুপ। ১৪. যুগ্ম ক্রীড়া সম্পাদক, মো. মাহবুবুর রহমান। ১৫. সাংস্কৃতিক সম্পাদক, রেজা রাশেদুর রহমান (সঙ্গীত শিল্পী), সিনিয়র এক্সিকিউটিভ, এমকে ডিস্ট্রিবিউশন কোঃ। ১৬. যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক:। ১৭. প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রকৌশলী মাহমুদুল হাসান মিল্টন, ব্যবস্থাপক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। ১৮. যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক। ১৯. সমাজকল্যাণ সম্পাদক, মোহাম্মদ মেহরাজ উদ্দিন, ম্যানেজার (একাউন্টস), ফ্লাইনাস এয়ারলাইন্স। ২০. যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক, মো. সিদ্দিকুর রহমান। ২১. কারিগরি, তথ্য ও গবেষন্য সম্পাদক, মোহাম্মদ জাহিদ হাসান, রির্জাভেশন এন্ড সেলস অফিসার, এসিই এভিয়েশন লিঃ মো. জাহিদ হোসেন। ২২. যুগ্ম কারিগরি, তথ্য ও গবেষনা সম্পাদক, মো. মজিবর রহমান চৌধুরী। ২৩. শিক্ষা বিষয়ক সম্পাদক, ড. মোছা. ফাহমিদা বেগম, সহকারী পরিচালক, উপ আনুষ্ঠানিক শিক্ষা বুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২৪. যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক, মো: খলিলুর রহমান। ২৫. মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, শারমিন জামান সাথী, কর্মকর্তা, ভূত্বাত্তিক জরীপ অধিদপ্তর। ২৬. যুগ্ম মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, কানিজ ফাতেমা পপি। ২৭. দপ্তর সম্পাদক, আব্দুল কাইউম, সাবেক কোয়ালিটি ইঞ্জিনিয়ার, সৌদি আরামকো। ২৮. যুগ্ম দপ্তর সম্পাদক, মোঃ আব্দুস সবুর। ২৯. ধর্ম বিষয়ক সম্পাদক, কাজী হাফেজ মোঃ সলিম উল্লাহ খান, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন রেজিস্ট্রার। ৩০. যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ আশেকুর আরেফিন খান। ৩১. কৃষি ও পরিবেশ সম্পাদক, কৃষিবিদ ড. মো. মহসিন আলী মন্ডল প্রিন্স, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউশন। ৩২. যুগ্ম কৃষি ও পরিবেশ সম্পাদক। ৩৩. নির্বাহী সদস্য (৫) ১. আহসান উল্লাহ মানিক, ২. দেওয়ান মো. আবুল হাসেম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ন্যাশনাল ব্যাংক লি:, ৩. কাশেম খান, অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক, ৪. সিদ্দিকুজ্জামান, ৫. মোঃ আবু ইউসুফ সিদ্দিকী।
উপদেষ্টা পরিষদের ০৬ সদস্য বিশিষ্ট কমিটি হলোঃ-
১. প্রফেসর এ কে এম সাইদুল হক চৌধুরী, সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২. ড. মোঃ রেজাউল হক সেলিম, অতিরিক্ত সচিব, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ৩. আব্দুস ছাত্তার শেখ, অতিরিক্ত সচিব, সদস্য (অর্থ), বিআইডব্লিউটিএ, নৌ পরিবহন মন্ত্রণালয়, ৪. প্রকৌশলী একেএম আকতার হোসেন ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী (অব) এলজিইডি, ৫. খন্দকার জিয়াউল বাসার, পরিচালক, শরীফ মেলামাইন ইন্ড্রাস্টিজ লিঃ, ৬. মো. কামাল হোসেন, চেয়ারম্যান, আল রাজী ইসলামিয়া হাসপাতাল লিঃ।