কুমিল্লা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন ৩নং আন্দিকুট ইউনিয়ন পীর কাশিমপুর হইতে আন্দিকুট রাস্তায় গোপন সুত্রের ভিত্তিতে এসআই নাহিদ হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ টহল ডিউটি, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান করাকালীন সময় অদ্য ০৮/০১/২০২৫ইং তারিখ সকাল ০৭:৫৫ ঘটিকার সময় বাঙ্গরা বাজার থানাধীন ০৩নং আন্দিকুট ইউনিয়ন পীর কাশিমপুর হইতে আন্দিকুট মুকবিল মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর হইতে ব্যবহৃত অটোরিকশা সহ দুই জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রোমান আহম্মেদ (২০), ২। মোঙ্গল মিয়া (৫৫) দ্বয়কে ১৫ কেজি গাঁজা ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটোরিক্সা সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক বর্ণিত ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। মামলাটি এসআই আবু তাহের ভূইয়া তদন্ত করিতেছেন। গ্রেফতারকৃত আসামীর নাম : ১। মোঃ রোমান আহম্মেদ (২০), পিতা-মোঃ মানিক মিয়া, মাতা-মোসাঃ রুমা বেগম, সাং-আকুবপুর (জলিল মেম্বারের বাড়ী), ২। মোঙ্গল মিয়া (৫৫), পিতা-মৃত আলী হোসেন ব্যাপারী, মাতা-মোসাঃ কালুন বেগম, সাং-আন্দিকুট (দীঘির পাড়, মন্দিরের উত্তর পাশে), উভয় থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা।
বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান মাদকমুক্ত বাঙ্গরা বাজার থানা গড়বো ইনশাআল্লাহ। সমাজের সচেতন নাগরিকদের সহায়তাও আশা করেন তিনি। ওসি মাহফুজুর রহমান আর ও জানান বাঙ্গরা বাজার থানা মামলা নং-০৬, তারিখ-০৮/০১/২০২৫ইং, ধারা-২৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে।