ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর দুই দিন পর জহুর আলীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন বিখ্যাত আইটি বিশেষজ্ঞ শরফুদ্দিন দক্ষিণ মুগদা থানা ৭১ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারব না: ফখরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি: সিইসি আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার চান্দিনায় মারুতির পেছনে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু,অন্তঃসত্ত্বা মা সহ আহত ৩

অ্যাকশন থ্রিলারে ভরপুর নতুন বছরের হলিউড

গেলবারের মতো এ বছরও হলিউডে ওটিটি এবং থিয়েটারে মুক্তি পাবে শতাধিক সিনেমা। এসব সিনেমার বেশির ভাগেই দেখা যাবে তারকাশিল্পীদের। হলিউডের গেল বছরটির ট্রেন্ড ছিল অ্যানিমেশননির্ভর সিনেমা। এ বছর সে ধারা পালটে আসছে দারুণ সব অ্যাকশন থ্রিলার সিনেমা।

এসব সিনেমায় অভিনয় করেছেন ক্যামেরন ডায়াজ, মেল গিবসন, পিয়ার্স ব্রসন্যান, টম ক্রুজ, ব্র্যাড পিট, পামেলা এন্ডারসন, লিওনার্দো ডি-ক্যাপ্রিও’র মতো বাঘা তারকারা।

এ বছর মুক্তি পাবে ক্যামেরন ডায়াজ অভিনীত সিথ গর্ডন পরিচালিত কমেডি অ্যাকশন ‘ব্যাক ইন অ্যাকশন’। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৭ জানুয়ারি। একই তারিখে মুক্তি পাবে র্যাম্বোখ্যাত তারকা অভিনেতা সিলভেস্টার স্টেলন অভিনীত ‘অ্যালারাম’। অ্যাকশন ক্রাইম থ্রিলার এ সিনেমা পরিচালনা করেছেন মাইকেল পলিশ। কিংবদন্তি পরিচালক মেল গিবসনের অ্যাকশন থ্রিলার ‘ফ্লাইট রিস্ক’ মুক্তি পাবে ২৪ জানুয়ারি। এতে অভিনয় করছেন মার্ক ওয়েলবার্গ, টোফার গ্রেইস, মাইকেল ডকারি প্রমুখ।

সিন্ডারেলা, এলিজাবেথ ও ব্যান্ডিটস তারকা কেট ব্লানচেট অভিনীত ‘ব্ল্যাক ব্যাগ’ মুক্তি পাবে ১৪ মার্চ। স্পাই থ্রিলার এ সিনেমার পরিচালক স্টিভেন সোডারবার্গ। এতে কেটের সহ-অভিনেতা হিসাবে রয়েছেন রবিনসন ক্রুশো, ডাই অ্যানাদার ডেখ্যাত অভিনেতা পিয়ার্স ব্রসন্যান। এ ডার্ক ট্রুথখ্যাত অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া অভিনীত কমেডি ড্রামা ‘আলেক্সান্ডার অ্যান্ড দ্য টেরিবল, হরিবল, নো গুড, ভেরি ব্যাড রোড ট্রিপ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। এ অভিনেত্রী অভিনীত আরেকটি স্পোর্টস কমেডি ড্রামা ‘অলস্টার উইকেন্ড’ মুক্তি পাবে বছরের যে কোনো দিন। মিশন ইম্পসিবল তারকা টম ক্রুজের ‘মিশন : ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং’ মুক্তি পাবে ২৩ মে। অ্যাকশন স্পাই এ সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি। কুংফু তারকা জ্যাকি চ্যান অভিনীত মার্শাল আর্টস ড্রামা ‘ক্যারাটে কিড লিজেন্ডস’ মুক্তি পাবে ৩০ মে। ওশ্যান তারকা ব্র্যাড পিটের স্পোর্টস অ্যাকশন ড্রামা ‘এফওয়ান’ মুক্তি পাবে ২৫ জুন। স্কারলেট জোহানসন অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। সুপারহিরো বেইজ্ড ‘থান্ডারবোল্ট’ মুক্তি পাবে ২ মে এবং সাইন্স ফিকশন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ মুক্তি পাবে ২ জুলাই।

বারবাডিয়ান গায়িকা ও অভিনেত্রী রিহান্না অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘দ্য স্মার্ফস মুভি’ মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। প্লেবয় সেন্টারফোল্ড তারকা পামেলা অ্যান্ডারসন অভিনীত অ্যাকশন কমেডি ‘দ্য নেকেড গান’ মুক্তি পাচ্ছে ১ আগস্ট। ফ্রেন্ডলি ফায়ার, দ্য হলিডে ও স্কেয়ারি মুভিখ্যাত অভিনীতি লিন্ডসে লোহান অভিনীত ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘ফ্রিকার ফ্রাইডে’ মুক্তি পাবে ৮ আগস্ট।

টাইটানিকখ্যাত পরিচালক জেম্স ক্যামেরন এবং দুই তারকা লিওনার্দো ও কেইটের সিনেমাও মুক্তি পাচ্ছে এ বছর। লিওনার্দো ডি-ক্যাপ্রিও অভিনীত ‘দ্য ব্যাট্ল অব বেকটান ক্রস’ মুক্তি পাবে ৮ আগস্টই। জেম্স ক্যামেরন পরিচালিত ও কেইট উইন্সলেট অভিনীত এপিক সাইন্স ফিকশন সিনেমা ‘অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে ১৯ ডিসেম্বর।

এ সিনেমায় অভিনয় করেছেন আরেক তারকা অভিনেত্রী জো সালাদানা। শ্যারন স্টোন অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘নোবডি টু’ মুক্তি দেওয়া হবে ১৫ আগস্ট। চলতি দশকের আলোচিত সিনেমা ‘প্যারেলাল মাদার্স’খ্যাত অভিনেত্রী পেনেলোপ ক্রুজ অভিনীত ‘দ্য ব্রাইড’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর।

কার্সটেন ডান্সট অভিনীত ক্রাইম ড্রামা সিনেমা ‘রুফম্যান’ মুক্তি পাচ্ছে ৩ অক্টোবর। দ্য ম্যাট্রিক্স তারকা কিয়ানু রিভ্স অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। অ্যাকশন থ্রিলার ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড অব জন উইক : ব্যালেরিনা’ মুক্তি পাবে ৬ জুন এবং কমেডি সিনেমা ‘গুড ফরচুন’ মুক্তি পাচ্ছে ১৭ অক্টোবর। এমা স্টোন অভিনীত সাইন্স ফিকশন কমেডি ‘বুগোনিয়া’ মুক্তি পাবে ৭ নভেম্বর। আয়রনম্যানখ্যাত অভিনেত্রী গয়নেথ প্যালট্রো অভিনীত স্পোর্টস ড্রামা ‘মার্টি সুপ্রিম’ মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২৫ ডিসেম্বর। সিডনি সুইনি অভিনীত থ্রিলার সিনেমা ‘দ্য হাউসমেইড’ মুক্তি পাবে একই দিনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর দুই দিন পর জহুর আলীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ

অ্যাকশন থ্রিলারে ভরপুর নতুন বছরের হলিউড

আপডেট সময় ১২:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

গেলবারের মতো এ বছরও হলিউডে ওটিটি এবং থিয়েটারে মুক্তি পাবে শতাধিক সিনেমা। এসব সিনেমার বেশির ভাগেই দেখা যাবে তারকাশিল্পীদের। হলিউডের গেল বছরটির ট্রেন্ড ছিল অ্যানিমেশননির্ভর সিনেমা। এ বছর সে ধারা পালটে আসছে দারুণ সব অ্যাকশন থ্রিলার সিনেমা।

এসব সিনেমায় অভিনয় করেছেন ক্যামেরন ডায়াজ, মেল গিবসন, পিয়ার্স ব্রসন্যান, টম ক্রুজ, ব্র্যাড পিট, পামেলা এন্ডারসন, লিওনার্দো ডি-ক্যাপ্রিও’র মতো বাঘা তারকারা।

এ বছর মুক্তি পাবে ক্যামেরন ডায়াজ অভিনীত সিথ গর্ডন পরিচালিত কমেডি অ্যাকশন ‘ব্যাক ইন অ্যাকশন’। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৭ জানুয়ারি। একই তারিখে মুক্তি পাবে র্যাম্বোখ্যাত তারকা অভিনেতা সিলভেস্টার স্টেলন অভিনীত ‘অ্যালারাম’। অ্যাকশন ক্রাইম থ্রিলার এ সিনেমা পরিচালনা করেছেন মাইকেল পলিশ। কিংবদন্তি পরিচালক মেল গিবসনের অ্যাকশন থ্রিলার ‘ফ্লাইট রিস্ক’ মুক্তি পাবে ২৪ জানুয়ারি। এতে অভিনয় করছেন মার্ক ওয়েলবার্গ, টোফার গ্রেইস, মাইকেল ডকারি প্রমুখ।

সিন্ডারেলা, এলিজাবেথ ও ব্যান্ডিটস তারকা কেট ব্লানচেট অভিনীত ‘ব্ল্যাক ব্যাগ’ মুক্তি পাবে ১৪ মার্চ। স্পাই থ্রিলার এ সিনেমার পরিচালক স্টিভেন সোডারবার্গ। এতে কেটের সহ-অভিনেতা হিসাবে রয়েছেন রবিনসন ক্রুশো, ডাই অ্যানাদার ডেখ্যাত অভিনেতা পিয়ার্স ব্রসন্যান। এ ডার্ক ট্রুথখ্যাত অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া অভিনীত কমেডি ড্রামা ‘আলেক্সান্ডার অ্যান্ড দ্য টেরিবল, হরিবল, নো গুড, ভেরি ব্যাড রোড ট্রিপ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। এ অভিনেত্রী অভিনীত আরেকটি স্পোর্টস কমেডি ড্রামা ‘অলস্টার উইকেন্ড’ মুক্তি পাবে বছরের যে কোনো দিন। মিশন ইম্পসিবল তারকা টম ক্রুজের ‘মিশন : ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং’ মুক্তি পাবে ২৩ মে। অ্যাকশন স্পাই এ সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি। কুংফু তারকা জ্যাকি চ্যান অভিনীত মার্শাল আর্টস ড্রামা ‘ক্যারাটে কিড লিজেন্ডস’ মুক্তি পাবে ৩০ মে। ওশ্যান তারকা ব্র্যাড পিটের স্পোর্টস অ্যাকশন ড্রামা ‘এফওয়ান’ মুক্তি পাবে ২৫ জুন। স্কারলেট জোহানসন অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। সুপারহিরো বেইজ্ড ‘থান্ডারবোল্ট’ মুক্তি পাবে ২ মে এবং সাইন্স ফিকশন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ মুক্তি পাবে ২ জুলাই।

বারবাডিয়ান গায়িকা ও অভিনেত্রী রিহান্না অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘দ্য স্মার্ফস মুভি’ মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। প্লেবয় সেন্টারফোল্ড তারকা পামেলা অ্যান্ডারসন অভিনীত অ্যাকশন কমেডি ‘দ্য নেকেড গান’ মুক্তি পাচ্ছে ১ আগস্ট। ফ্রেন্ডলি ফায়ার, দ্য হলিডে ও স্কেয়ারি মুভিখ্যাত অভিনীতি লিন্ডসে লোহান অভিনীত ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘ফ্রিকার ফ্রাইডে’ মুক্তি পাবে ৮ আগস্ট।

টাইটানিকখ্যাত পরিচালক জেম্স ক্যামেরন এবং দুই তারকা লিওনার্দো ও কেইটের সিনেমাও মুক্তি পাচ্ছে এ বছর। লিওনার্দো ডি-ক্যাপ্রিও অভিনীত ‘দ্য ব্যাট্ল অব বেকটান ক্রস’ মুক্তি পাবে ৮ আগস্টই। জেম্স ক্যামেরন পরিচালিত ও কেইট উইন্সলেট অভিনীত এপিক সাইন্স ফিকশন সিনেমা ‘অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে ১৯ ডিসেম্বর।

এ সিনেমায় অভিনয় করেছেন আরেক তারকা অভিনেত্রী জো সালাদানা। শ্যারন স্টোন অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘নোবডি টু’ মুক্তি দেওয়া হবে ১৫ আগস্ট। চলতি দশকের আলোচিত সিনেমা ‘প্যারেলাল মাদার্স’খ্যাত অভিনেত্রী পেনেলোপ ক্রুজ অভিনীত ‘দ্য ব্রাইড’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর।

কার্সটেন ডান্সট অভিনীত ক্রাইম ড্রামা সিনেমা ‘রুফম্যান’ মুক্তি পাচ্ছে ৩ অক্টোবর। দ্য ম্যাট্রিক্স তারকা কিয়ানু রিভ্স অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। অ্যাকশন থ্রিলার ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড অব জন উইক : ব্যালেরিনা’ মুক্তি পাবে ৬ জুন এবং কমেডি সিনেমা ‘গুড ফরচুন’ মুক্তি পাচ্ছে ১৭ অক্টোবর। এমা স্টোন অভিনীত সাইন্স ফিকশন কমেডি ‘বুগোনিয়া’ মুক্তি পাবে ৭ নভেম্বর। আয়রনম্যানখ্যাত অভিনেত্রী গয়নেথ প্যালট্রো অভিনীত স্পোর্টস ড্রামা ‘মার্টি সুপ্রিম’ মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২৫ ডিসেম্বর। সিডনি সুইনি অভিনীত থ্রিলার সিনেমা ‘দ্য হাউসমেইড’ মুক্তি পাবে একই দিনে।