কুমিল্লায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর টাউন হল মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়
তাদের কাছ থেকে, ছুরি, কিরিচ, হাঁসুয়া, রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শরীফ (২০), মো. ফরহাদ হোসেন (২০), জসিম উদ্দিন (২০), মো. আকাশ (২০), মো. রবিউল (২১), মো. সবুজ আলী (২১), মো. বাবু সওদাগর (২১)। তারা সবাই ভাসমান। নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নগরী টাউন হল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে কান্দিরপাড় ফাঁড়ি এবং কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এতে গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার হলেও তাদের অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে অস্ত্রের মহড়া দিতে কিশোর গ্যাং সদস্যরা টাউন হল মাঠে জড়ো হয়। মূলত অভ্যন্তরীণ আধিপত্য বিস্তার করতেই সেখানে অবস্থান নেয় তারা। আমরা সেখানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করি। কিশোর গ্যাং প্রথা দমনে আমরা তৎপর আছি।