ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশাল নবীনগর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি শান্তি সম্পাদক উজ্জ্বল জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা মেহেদী হাসান হিমেল আহ্বায়ক ও সদস্যসচিব শামসুল আরেফিন পার্বতীপুর ইউএনও’কে কার্যালয় থেকে বের করে দিল বৈষম্য বিরোধী ছাত্র-জনতা নরসিংদীর রায়পুরা ককটেল বিস্ফোরণ আটক ১ দোয়ারাবাজারে লামাসানিয়া প্রিমিয়ার লীগ (LPL) ১০ম আসর ২০২৫ এর উদ্ভোধন লক্ষ্মীপুরে আওয়ামীলীগকে নিষিদ্ধ ও খুনীদের বিচারের দাবি মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হরিপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চলতি মাসেই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, লালমনিরহাটে দুই ওসি প্রত্যাহার

বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদের ও জেলা গোয়েন্দা (ডিবি) ওসি ফিরোজ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।

বিএনপি নেতাকর্মীরা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফি এলাকায় একটি কোল্ড স্টোরেজে দাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও দুই ওসি। ওই দাওয়াতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আখের ইসলাম। স্থানীয় বিএনপির তিন কর্মী মোবাইল ফোনে অনুষ্ঠানের ছবি ধারণ করছিলেন। এসময় পুলিশ তাদের আটক করে। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে শতাধিক বিএনপি নেতাকর্মী তাৎক্ষণিক ওই কোল্ড স্টোরেজের সামনে উপস্থিত হন। বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভে পুলিশ আটক তিন ব্যক্তিকে ছেড়ে দেন। পরে বিএনপি নেতা-কর্মীরা পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মোস্তফি এলাকায় অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে সড়ক অবরোধকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে দুই ওসিসহ পুলিশের সদস্যরা বিনা কারণেই বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেন। এতে প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগ নেতার সঙ্গে বসা পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছিলাম। এ কারণেই পুলিশ আমাদের ওপর চড়াও হয়ে লাঠিচার্জ করেছে।

লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বলেন, এ ঘটনায় বুধবার বিকেলে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি ছিল কিন্তু দুই ওসিকে প্রত্যাহার করায় তা বাতিল করা হয়েছে। অভিযুক্ত দুই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রত্যাহার হওয়া লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, এসপি স্যারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যারা আমাদের খাওয়া-দাওয়ার ছবি তুলেছিলেন তারা মাদককারবারি। তাদের আটক করেছিলাম। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা সড়ক অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করেছিলাম। কোনো বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করিনি। আওয়ামী লীগ নেতা আখের ইসলামকে আমরা চিনতাম না। কোল্ড স্টোরেজের মালিকের দাওয়াতে আমরা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।

লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, দায়িত্বে অবহেলার দায়ে আপাতত দুই ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফজলুল হককে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশাল

বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, লালমনিরহাটে দুই ওসি প্রত্যাহার

আপডেট সময় ১২:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদের ও জেলা গোয়েন্দা (ডিবি) ওসি ফিরোজ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।

বিএনপি নেতাকর্মীরা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফি এলাকায় একটি কোল্ড স্টোরেজে দাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও দুই ওসি। ওই দাওয়াতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আখের ইসলাম। স্থানীয় বিএনপির তিন কর্মী মোবাইল ফোনে অনুষ্ঠানের ছবি ধারণ করছিলেন। এসময় পুলিশ তাদের আটক করে। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে শতাধিক বিএনপি নেতাকর্মী তাৎক্ষণিক ওই কোল্ড স্টোরেজের সামনে উপস্থিত হন। বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভে পুলিশ আটক তিন ব্যক্তিকে ছেড়ে দেন। পরে বিএনপি নেতা-কর্মীরা পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মোস্তফি এলাকায় অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে সড়ক অবরোধকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে দুই ওসিসহ পুলিশের সদস্যরা বিনা কারণেই বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেন। এতে প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগ নেতার সঙ্গে বসা পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছিলাম। এ কারণেই পুলিশ আমাদের ওপর চড়াও হয়ে লাঠিচার্জ করেছে।

লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বলেন, এ ঘটনায় বুধবার বিকেলে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি ছিল কিন্তু দুই ওসিকে প্রত্যাহার করায় তা বাতিল করা হয়েছে। অভিযুক্ত দুই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রত্যাহার হওয়া লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, এসপি স্যারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যারা আমাদের খাওয়া-দাওয়ার ছবি তুলেছিলেন তারা মাদককারবারি। তাদের আটক করেছিলাম। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা সড়ক অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করেছিলাম। কোনো বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করিনি। আওয়ামী লীগ নেতা আখের ইসলামকে আমরা চিনতাম না। কোল্ড স্টোরেজের মালিকের দাওয়াতে আমরা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।

লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, দায়িত্বে অবহেলার দায়ে আপাতত দুই ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফজলুল হককে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।