গ্লুকোজ-৬-ফসফেট ডিহাইড্রোজেনেস ঘাটতির (জি৬পিডি) পরীক্ষা প্রাক-যোগ্যতার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স (পি.ভিভ্যাক্স)- এর সংক্রমণের পুনরাবৃত্তি রোধে বিশ্ব-স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত চিকিৎসা নিরাপদে দিতে সাহায্য করবে।
ডিসেম্বরের শুরুতে পি.ভিভ্যাক্স ম্যালেরিয়ার অ্যান্টি-রিল্যাপস চিকিৎসার জন্য দুটি নতুন ট্যাফেনোকুইন পণ্যের প্রাক-যোগ্যতার পরপরই এই পরীক্ষার প্রাক-যোগ্যতা দেওয়া হলো।
জি৬পিডি ঘাটতি একটি জেনেটিক অবস্থা। বিশ্বের ৫০০ মিলিয়নেরও বেশি মানুষ এতে প্রভাবিত। তবে বেশিরভাগ মানুষই তাদের জি৬পিডি ঘাটতি সম্পর্কে অবগত নয়।
উল্লেখ্য, পি.ভিভ্যাক্স ম্যালেরিয়ার সংক্রমণ ইউরোপীয় অঞ্চল ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনের সব অঞ্চলেই সংক্রমণ ছড়িয়েছে। ২০২৩ সালে প্রায় ৯২ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছে। পি.ভিভ্যাক্স হল সাব-সাহারান আফ্রিকার বাইরের বেশিরভাগ দেশে প্রভাবশালী ম্যালেরিয়া পরজীবী।