মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ে হামলায় ১৮ সন্ত্রাসীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয়ে চালানো এক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
এর আগে এনজামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে গুলি চালানোর কথা জানিয়েছিল চাদের একটি সংবাদমাধ্যম।
হামলাটি এমন সময়ে হলো যখন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র চাদ সফর করছেন। গোলাগুলির কয়েক ঘণ্টা আগেও ওয়াং ই চাদের প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।
চাদের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের মুখপাত্র আবদেরামান কৌলামুল্লাহ বলেন, হামলাকারীদের মধ্যে ১৮জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আর আমাদের নিরাপত্তাবাহিনীর একজন সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্য একজনের অবস্থা গুরুতর।
গোলাগুলির কয়েক ঘন্টা পরে, কৌলামুল্লাহকে একটি ভিডিওতে দেখা যায়। সেখানে থাকে সেনাবেষ্টিত অবস্থায় বন্দুক নিয়ে দেখা যায়। তিনি সেখানে উপস্থিত হয়ে বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে … অস্থিতিশীলতার প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।’
কৌলামুল্লাহর মতে, হামলার সময় প্রেসিডেন্ট কার্যালয়ে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে বিদ্রোহীদের হামলায় প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির মৃত্যুর পর ক্ষমতায় আসেন ছেলে মহামত ইদ্রিস ডেবি। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে এক অভ্যুত্থানের পর থেকে ইদ্রিস ডেবি চাদ শাসন করছিলেন।