গত কয়েকমাস ধরে রাজনীতি, অর্থনীতিসহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপের দেশ জার্মানি। যার ফলে গত কয়েক দশকের মধ্যে জনপ্রিয়তার একদম তলানিতে অবস্থান করছে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি)।
সম্প্রতি এক জরিপে দেখে গেছে, প্রতি দশজন জার্মান নাগরিকের মধ্যে চার জন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মানির রাজনৈতিক নেতাদের ওপর আস্থা কমার ইঙ্গিতও পাওয়া গেছে জরিপে। শুধু তাই নয়, মাত্র ১৬ শতাংশ জরিপে অংশগ্রহণকারী ক্ষমতাসীন এসপিডির পক্ষে মত দিয়েছেন।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে ইউগভ পরিচালিত এক জরিপে ৩৯ শতাংশ অংশগ্রহণকারী জার্মানির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মধ্যে ১৫ শতাংশ রাজনৈতিক নেতাদের প্রতি হতাশাও প্রকাশ করেছেন।
বর্তমানে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)-ও বেশ আস্থার সংকটে ভুগছে। জরিপে অংশ নেয়া ৫০ শতাংশ জার্মান নাগরিক এসপিডিকে পরবর্তী সরকারে দেখতে চান না বলে জানিয়েছেন। তাদের মধ্যে ৪৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জার্মানির বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য এসপিডি দায়ী।
তবে অন্যান্য জরিপে দেখা যাচ্ছে মধ্য ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এবং বাভারিয়া রাজ্যে সিডিইউ-এর সমমনা রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট ইউনিয়ন (সিএসইউ) বেশ এগিয়ে রয়েছে। জরিপে অংশগ্রহণকারী ২৯ শতাংশ নাগরিক জানান, তারা সিডিইউ অথবা সিএসইউকে ভোট দেবেন। ২১ শতাংশ জনমত নিয়ে তাদের ঠিক পিছনেই অবস্থান করছে জার্মানির চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি)। এছাড়া সদ্য বিলুপ্ত হওয়া সংসদে জোট সরকারের আরেক শরীক দল গ্রিন পার্টির সমর্থন এখন মাত্র ১৪ শতাংশ। জানুয়ারির শুরুতে ইউগভ পরিচালিত জরিপটিতে এক হাজার ৯০৮ জন অংশ গ্রহণ করেছিল।