ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর দুই দিন পর জহুর আলীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন বিখ্যাত আইটি বিশেষজ্ঞ শরফুদ্দিন দক্ষিণ মুগদা থানা ৭১ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারব না: ফখরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি: সিইসি আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার চান্দিনায় মারুতির পেছনে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু,অন্তঃসত্ত্বা মা সহ আহত ৩

দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ৪০% জার্মানি

গত কয়েকমাস ধরে রাজনীতি, অর্থনীতিসহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপের দেশ জার্মানি। যার ফলে গত কয়েক দশকের মধ্যে জনপ্রিয়তার একদম তলানিতে অবস্থান করছে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি)।

সম্প্রতি এক জরিপে দেখে গেছে, প্রতি দশজন জার্মান নাগরিকের মধ্যে চার জন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মানির রাজনৈতিক নেতাদের ওপর আস্থা কমার ইঙ্গিতও পাওয়া গেছে জরিপে। শুধু তাই নয়, মাত্র ১৬ শতাংশ জরিপে অংশগ্রহণকারী ক্ষমতাসীন এসপিডির পক্ষে মত দিয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে ইউগভ পরিচালিত এক জরিপে ৩৯ শতাংশ অংশগ্রহণকারী জার্মানির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মধ্যে ১৫ শতাংশ রাজনৈতিক নেতাদের প্রতি হতাশাও প্রকাশ করেছেন।

বর্তমানে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)-ও বেশ আস্থার সংকটে ভুগছে। জরিপে অংশ নেয়া ৫০ শতাংশ জার্মান নাগরিক এসপিডিকে পরবর্তী সরকারে দেখতে চান না বলে জানিয়েছেন। তাদের মধ্যে ৪৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জার্মানির বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য এসপিডি দায়ী।

তবে অন্যান্য জরিপে দেখা যাচ্ছে মধ্য ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এবং বাভারিয়া রাজ্যে সিডিইউ-এর সমমনা রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট ইউনিয়ন (সিএসইউ) বেশ এগিয়ে রয়েছে। জরিপে অংশগ্রহণকারী ২৯ শতাংশ নাগরিক জানান, তারা সিডিইউ অথবা সিএসইউকে ভোট দেবেন। ২১ শতাংশ জনমত নিয়ে তাদের ঠিক পিছনেই অবস্থান করছে জার্মানির চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি)। এছাড়া সদ্য বিলুপ্ত হওয়া সংসদে জোট সরকারের আরেক শরীক দল গ্রিন পার্টির সমর্থন এখন মাত্র ১৪ শতাংশ। জানুয়ারির শুরুতে ইউগভ পরিচালিত জরিপটিতে এক হাজার ৯০৮ জন অংশ গ্রহণ করেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর দুই দিন পর জহুর আলীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ

দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ৪০% জার্মানি

আপডেট সময় ০১:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

গত কয়েকমাস ধরে রাজনীতি, অর্থনীতিসহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপের দেশ জার্মানি। যার ফলে গত কয়েক দশকের মধ্যে জনপ্রিয়তার একদম তলানিতে অবস্থান করছে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি)।

সম্প্রতি এক জরিপে দেখে গেছে, প্রতি দশজন জার্মান নাগরিকের মধ্যে চার জন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মানির রাজনৈতিক নেতাদের ওপর আস্থা কমার ইঙ্গিতও পাওয়া গেছে জরিপে। শুধু তাই নয়, মাত্র ১৬ শতাংশ জরিপে অংশগ্রহণকারী ক্ষমতাসীন এসপিডির পক্ষে মত দিয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে ইউগভ পরিচালিত এক জরিপে ৩৯ শতাংশ অংশগ্রহণকারী জার্মানির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মধ্যে ১৫ শতাংশ রাজনৈতিক নেতাদের প্রতি হতাশাও প্রকাশ করেছেন।

বর্তমানে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)-ও বেশ আস্থার সংকটে ভুগছে। জরিপে অংশ নেয়া ৫০ শতাংশ জার্মান নাগরিক এসপিডিকে পরবর্তী সরকারে দেখতে চান না বলে জানিয়েছেন। তাদের মধ্যে ৪৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জার্মানির বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য এসপিডি দায়ী।

তবে অন্যান্য জরিপে দেখা যাচ্ছে মধ্য ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এবং বাভারিয়া রাজ্যে সিডিইউ-এর সমমনা রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট ইউনিয়ন (সিএসইউ) বেশ এগিয়ে রয়েছে। জরিপে অংশগ্রহণকারী ২৯ শতাংশ নাগরিক জানান, তারা সিডিইউ অথবা সিএসইউকে ভোট দেবেন। ২১ শতাংশ জনমত নিয়ে তাদের ঠিক পিছনেই অবস্থান করছে জার্মানির চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি)। এছাড়া সদ্য বিলুপ্ত হওয়া সংসদে জোট সরকারের আরেক শরীক দল গ্রিন পার্টির সমর্থন এখন মাত্র ১৪ শতাংশ। জানুয়ারির শুরুতে ইউগভ পরিচালিত জরিপটিতে এক হাজার ৯০৮ জন অংশ গ্রহণ করেছিল।