কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সূচনা শুরু হয়েছে এবং তাহা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বুধবার ( ৮ জানুয়ারি) কুমিল্লা নগরীর টাউনহল মাঠে জুলাই ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সূচনা শুরু হয়েছে এবং তাহা অব্যাহত থাকবে এবং ২৪ এর বাংলাদেশের আগামীর স্বপ্ন কুমিল্লা থেকে যাত্রা শুরু হবে। আর আপনারা জানেন, কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী বিরোধী ধ্বনি সব সময় উচ্চারিত হয়েছে। আগামী ৭ দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, দেশটা ফ্যাসিবাদের আষ্টেপৃষ্ঠে শিকলে বাঁধা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকলমুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজম্ম। যে প্রজন্মটাকে আমরা অলস ভাবতাম, মুঠোফোন নিয়ে পড়ে থাকত, ওই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি চাই না। তাই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক সাকিব হোসাইন, জেলা সদস্য সচিব রুবেল হোসেন, মহানগর সদস্য সচিব রাশেদুল হাসান প্রমুখ।