ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের একটি প্রত্যন্ত জেলায় কয়লা খনিতে ৯ শ্রমিক আটকা পড়েছেন। তাদের মধ্যে তিন শ্রমিক মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আসামের পার্বত্য ডিমা হাসাও জেলার খনিতে সোমবার থেকে আটকা পড়েছিলেন নয় শ্রমিক। খবর পাওয়ার পরই তাদের উদ্ধারে সহায়তার জন্য সেনা দল ডুবুরি, হেলিকপ্টার এবং প্রকৌশলী মোতায়েন করা হয়।
ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের কয়লা খনিতে বিপর্যয় অস্বাভাবিক নয়। সবচেয়ে বড় বিপর্যয়ের একটি হলো ২০১৯ সালে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ে একটি অবৈধ খনিতে কাজ করার সময় কমপক্ষে ১৫ জন শ্রমিকের মৃত্যু।