নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শহিদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- উপস্থিত শিক্ষার্থীরা লাথি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু করে। পরে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুইগালে জুতা মারো তালে তালে’, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা, ধইরা জবাই কর’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় বাকৃবি শহিদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক শহিদ শামসুল হক হলের একজন শিক্ষার্থী বলেন, আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বাকৃবিতে ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা শহিদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।