ভোলায় গরীব, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন পরিবার কল্যাণ সংঘ।
লেফটেন্যান্ট বিএন মিডিয়া কর্মকর্তা সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বৃহস্পতিবার ২ জানুয়ারি সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন সুদুরচরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন পরিবার কল্যাণ সংঘের আয়োজনে দুই শতাধিক গরীব, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় আঞ্চলিক চেয়ারম্যান কোস্ট গার্ড দক্ষিণ জোন পরিবার কল্যাণ সংঘ, মাফরুহা আজাদ তানজি সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।