আর কিছুদিন বাদে পবিত্র ঈদুল আজহা। আর ঈদের ঠিক আগেই বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। ঈদকে সামনে রেখে প্রতি বছরই মতো এবারও পেঁয়াজের দাম বাড়িয়েছে পাইকারী ব্যবসায়ীরা।
সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় একশ টাকা।
রোজায় এক কেজি পেঁয়াজ ৩৫ টাকায় পাওয়া গেলেও এখন তা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। সবশেষ দুইদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১৫ টাকা।
রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ (দেশি কিং) বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়া দেশি (পাবনা) বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি দরে।
পেঁয়াজের দামের বিষয়ে বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দাম বাড়ছে। এভাবে চলতে থাকলে ঈদে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই পেঁয়াজ আমদানি করলে বাজার নিয়ন্ত্রণে আসতে পারে।