ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ এবং কোষাধ্যক্ষ রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক দুজনকে সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব প্রদান করা হয়।

ডক্টর জামিল আহমেদ দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউএসএআইডি এর বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসেবে, কেয়ার বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন-ইউএসএ, ওয়াটার এইড, অ্যাকশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পরিচালক পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

ডক্টর জামিল আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউএসএআইডি পরিচালিত, জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। তিনি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সিনিয়র ইংরেজি সংবাদ উপস্থাপক। ডক্টর জামিল আহমেদ- বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির জাতীয় প্যারেড ও রাষ্ট্রীয় অনুষ্ঠানসমূহে, জাতীয় ধারাভাষ্যকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিয়মিত টকশো উপস্থাপনা করেন তিনি। ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী, ডক্টর জামিল আহমেদ, লোক প্রশাসন- স্থানীয় সরকার এবং গণমাধ্যম বিষয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০১২ সালে অত্যন্ত সম্মানজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত আইজেন হাওয়ার ফেলোশিপ (ইউএসএ) অর্জন করেন।

রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন বিশিষ্ট কর আইনজীবী এবং সামাজকর্মী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় নেতৃত্বস্থানীয় পদে দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রিলাভের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। রাজস্ব ব্যবস্থাপনা অনুশীলন, অসংখ্য দাতব্য এবং সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি যুব রেড ক্রিসেন্ট সিলেটের প্রতিষ্ঠাতা যুবপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার প্রশিক্ষণ, ট্রেসিং বিভাগ (আরএফএল), সিবিডিপি প্রকল্প এবং ব্লাড ব্যাংকসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়াও তিনি রোটারি ক্লাব অফ সিলেট প্যারাডাইসের চার্টার্ড প্রেসিডেন্ট, অ্যাসিসটেন্ট গভর্নর ও রোটারি ডিসট্রিক্ট ৩২৮২ এর সাবেক অ্যাসিসটেন্ট গভর্নর ও ডেপুটি গর্ভনর হিসেবে জোনাল পর্যায়ে বিভিন্ন দায়িত্বে ছিলেন। আইনি ও সামাজিক কাজের বাইরেও স্বাস্থ্যসেবায় কাজ করছেন। সামাজিক ও মানবিক কাজে অবদানের জন্য তিনি রোটারি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছ থেকে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, নজরুল একাডেমি, ক্লিন গ্রিন বাংলাদেশ, রোটারি সেন্টার এবং লায়ন্স আই হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের আজীবন সদস্য । অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, পর্তুগাল, ইতালি, ভারত, তুরস্ক এবং মালয়েশিয়ায় বিভিন্ন ট্রেইনিং এবং আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম

আপডেট সময় ০৬:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ এবং কোষাধ্যক্ষ রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক দুজনকে সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব প্রদান করা হয়।

ডক্টর জামিল আহমেদ দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউএসএআইডি এর বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসেবে, কেয়ার বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন-ইউএসএ, ওয়াটার এইড, অ্যাকশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পরিচালক পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

ডক্টর জামিল আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউএসএআইডি পরিচালিত, জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। তিনি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সিনিয়র ইংরেজি সংবাদ উপস্থাপক। ডক্টর জামিল আহমেদ- বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির জাতীয় প্যারেড ও রাষ্ট্রীয় অনুষ্ঠানসমূহে, জাতীয় ধারাভাষ্যকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিয়মিত টকশো উপস্থাপনা করেন তিনি। ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী, ডক্টর জামিল আহমেদ, লোক প্রশাসন- স্থানীয় সরকার এবং গণমাধ্যম বিষয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০১২ সালে অত্যন্ত সম্মানজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত আইজেন হাওয়ার ফেলোশিপ (ইউএসএ) অর্জন করেন।

রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন বিশিষ্ট কর আইনজীবী এবং সামাজকর্মী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় নেতৃত্বস্থানীয় পদে দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রিলাভের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। রাজস্ব ব্যবস্থাপনা অনুশীলন, অসংখ্য দাতব্য এবং সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি যুব রেড ক্রিসেন্ট সিলেটের প্রতিষ্ঠাতা যুবপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার প্রশিক্ষণ, ট্রেসিং বিভাগ (আরএফএল), সিবিডিপি প্রকল্প এবং ব্লাড ব্যাংকসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়াও তিনি রোটারি ক্লাব অফ সিলেট প্যারাডাইসের চার্টার্ড প্রেসিডেন্ট, অ্যাসিসটেন্ট গভর্নর ও রোটারি ডিসট্রিক্ট ৩২৮২ এর সাবেক অ্যাসিসটেন্ট গভর্নর ও ডেপুটি গর্ভনর হিসেবে জোনাল পর্যায়ে বিভিন্ন দায়িত্বে ছিলেন। আইনি ও সামাজিক কাজের বাইরেও স্বাস্থ্যসেবায় কাজ করছেন। সামাজিক ও মানবিক কাজে অবদানের জন্য তিনি রোটারি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছ থেকে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, নজরুল একাডেমি, ক্লিন গ্রিন বাংলাদেশ, রোটারি সেন্টার এবং লায়ন্স আই হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের আজীবন সদস্য । অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, পর্তুগাল, ইতালি, ভারত, তুরস্ক এবং মালয়েশিয়ায় বিভিন্ন ট্রেইনিং এবং আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেছেন তিনি।