পিরোজপুরের মঠবাড়িয়ায় ছালাম হাওলাদার নামের এক ব্যক্তির ছালাম স্টোর নামের একটি মুদি মনোহরী দোকানে চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাইক্লোন সেল্টার সংলগ্ন দক্ষিন আমরবুনিয়া গ্রামে। ভুক্তভোগী ছালাম হাওলাদার দক্ষিন আমরবুনিয়া গ্রামের বাসিন্দা শামসের হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী ছালাম হাওলাদার জানান, আমি দীর্ঘদিন যাবত আমাদের বাড়ির সামনে দোকানঘর তুলে মুদি মনোহরীর মালামালের ব্যবসা করে আসছি এবং রাতে দোকানেই ঘুমাই। কিন্তু বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বাড়িতে গিয়ে খাওয়ার পরে শরিরটা অসুস্থ বিধায় বসতঘরে ঘুমিয়ে পরি।
সকালে ঘুম থেকে উঠে দোকানে গিয়ে দেখতে পাই সাটারের তালা কাটা এবং ভিতরে থাকা নগদ ১লক্ষ ৮৬ হাজার টাকা ও প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি আমি দেখতে পেয়ে স্থানীয় লোকদের জানাই। তবে আমি স্থানীয় এক ব্যক্তিকে সন্দেহ করেছি ও ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়েছে এবং তবে তার নাম প্রশাসনের কাছে বলবো।
আমি উক্ত ঘটনাটি নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। স্থানীয়রা বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে চুরির বিষয়টি তদন্ত সাপেক্ষে সঠিক অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।