ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর জনাব আলাউদ্দিন সিকদার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নির্বাচিত আমীর হিসেবে ২০২৫—২০২৬ কার্যকালের জন্য শপথ গ্রহণ করেছেন জনাব আলাউদ্দীন সিকদার

উত্তর জেলা জামায়াতের দেওয়ানজী পুকুর লেনস্থ কার্যালয়ে উত্তর জেলা জামায়াতের মজলিশে শূরার এক বিশেষ অধিবেশন ও শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি উত্তর জেলা আমীর হিসেবে জনাব আলাউদ্দীন সিকদার কে শপথ বাক্য পাঠ করান।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, উত্তর জেলা হল শহীদের জনপদ এই শহীদি ময়দানে সংগঠনের সদস্যদের দায়িত্ব হল তার জন্য দোয়া ও প্রদত্ত দায়িত্ব পালনে সহযোগিতা করা।

তিনি আরও বলেন, দায়িত্বশীলের যোগ্যতা থাকলেও সকলের সহযোগীতা না থাকলে দায়িত্ব পালন কঠিন হয়ে যায়।তিনি উদাহরণ দিয়ে বলেন, সাহাবীরা রাসুল্লাহ (সাঃ) কে যদি সহযোগীতা না করত তার দায়িত্ব পালন কঠিন হয়ে যেত, সাহাবিরা যেই ভাবে রাসুল্লাহ (সাঃ) পাশে ছিল আশা করি সংগঠনের সকল রুকন ও দায়িত্বশীলদের সংগঠন সম্প্রসারণে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূইয়া,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা সাংগঠনিক সেক্রেটারী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা বায়তুল মাল সেক্রেটারী অধ্যাপক আব্দুল হামিদ, জেলা কর্মপরিষদ ও শূরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনাব আলাউদ্দিন সিকদার জন্ম ১৯৭৪ সালে সন্দ্বীপের একটি ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, ছাত্র জীবনে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি ও সর্বশেষ কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন,শিবির থেকে বিদায় নেওয়ার পর জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলায় যোগদান করেন , উত্তর জেলায় বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে সর্বশেষ জেলা সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর জনাব আলাউদ্দিন সিকদার।

আপডেট সময় ০৬:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নির্বাচিত আমীর হিসেবে ২০২৫—২০২৬ কার্যকালের জন্য শপথ গ্রহণ করেছেন জনাব আলাউদ্দীন সিকদার

উত্তর জেলা জামায়াতের দেওয়ানজী পুকুর লেনস্থ কার্যালয়ে উত্তর জেলা জামায়াতের মজলিশে শূরার এক বিশেষ অধিবেশন ও শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি উত্তর জেলা আমীর হিসেবে জনাব আলাউদ্দীন সিকদার কে শপথ বাক্য পাঠ করান।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, উত্তর জেলা হল শহীদের জনপদ এই শহীদি ময়দানে সংগঠনের সদস্যদের দায়িত্ব হল তার জন্য দোয়া ও প্রদত্ত দায়িত্ব পালনে সহযোগিতা করা।

তিনি আরও বলেন, দায়িত্বশীলের যোগ্যতা থাকলেও সকলের সহযোগীতা না থাকলে দায়িত্ব পালন কঠিন হয়ে যায়।তিনি উদাহরণ দিয়ে বলেন, সাহাবীরা রাসুল্লাহ (সাঃ) কে যদি সহযোগীতা না করত তার দায়িত্ব পালন কঠিন হয়ে যেত, সাহাবিরা যেই ভাবে রাসুল্লাহ (সাঃ) পাশে ছিল আশা করি সংগঠনের সকল রুকন ও দায়িত্বশীলদের সংগঠন সম্প্রসারণে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূইয়া,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা সাংগঠনিক সেক্রেটারী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা বায়তুল মাল সেক্রেটারী অধ্যাপক আব্দুল হামিদ, জেলা কর্মপরিষদ ও শূরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনাব আলাউদ্দিন সিকদার জন্ম ১৯৭৪ সালে সন্দ্বীপের একটি ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, ছাত্র জীবনে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি ও সর্বশেষ কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন,শিবির থেকে বিদায় নেওয়ার পর জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলায় যোগদান করেন , উত্তর জেলায় বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে সর্বশেষ জেলা সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন।