যানাযায় ১/১১/২৪.আনুমানিক সময় সকাল ৮.ঘটিকায়, কুমিল্লা বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ পশ্চিম পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গাড়িচালকদের বিশ্রামাগারের সামনের রাস্তার উপর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ- পরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গামী STAR LINR নামীয় বাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ১০.কেজি গাজা ও মাদক বিক্রির ১০হাজার টাকা সহ ২(দুইজনকে) আটক করা হয় আটককৃত ব্যাক্তির পরিচয়ঃ নওগাঁ জেলার.নওগাঁ থানার ১.মো:আব্দুল মতিন প্রামানিক(৩৬), পিতা: মো: খয়বর প্রামানিক, ২) মো: শান্ত প্রামানিক(২৫), পিতা: মো: লিকবর প্রামানিক,
আসামীদের জিজ্ঞাবাদে আরো জানায় যে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সিমান্তবর্তী এলাকা হতে গাঁজা,পেন্সিডিল,স্কাপ,বিয়ার,ইয়াবা সহ, সরকার নিষিদ্ধ অন্যন্য মালামাল সংগ্রহ করে,কুমিল্লা সহ অন্যন্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্য মাদকদ্রব্য বিক্রি করে আসছে
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ (ডিএনসির) এর অভিযান অব্যাহত থাকবে।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।