ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাপ্তার শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ আটক-৪ -এলাকায় স্বস্তি

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০২:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৫০৮ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ তার দলের সক্রিয় ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। এ খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন ওই এলাকার বাসিন্দারা।

সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে কোষ্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশ যৌথ একটি অভিযানে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী বেলায়েত হোসেন ওরফে বেলু, রফিজল হকের ছেলে শেখ ফরিদ ও কামাল হোসেন এবং কামাল হোসেনের ছেলে মো. আল-আমীন। শেখ ফরিদ ও কামাল আপন দুই ভাই এবং আল-আমীন কামালের ছেলে।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোষ্টগার্ড দক্ষিণ জোন এবং পুলিশ সোমবার মধ্যরাতে বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. বেলায়েত ও তার দলের সক্রিয় ৪ সদস্যকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি তাজা কার্তুজ এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

বেলায়েত একজন পেশাদার সন্ত্রাসী উল্লেখ করে কোষ্টগার্ড জানায়, তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি হত্যা মামলাসহ একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এলাকায় সে এবং তার দলের সদস্যরা চাঁদাবাজি এবং জমি দখলসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। সবসময় সে এলাকায় ত্রাস সৃষ্টি করত। একাধিক অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী তাদেরকে আটক করে।

এদিকে, বেলায়েতকে আটকের খবরে বাপ্তা ইউনিয়নের বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের আটকের ছবি ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্যের ঘরে যৌথবাহিনী সফল অভিযান করেছে উল্লেখ করে, বাহিনীটির প্রশংসা করেন এবং বেলায়েতের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

ছবি: ভোলায় যৌথবাহিনীর অভিযানে আটক ৪ সন্ত্রাসীNo description available.

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাপ্তার শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ আটক-৪ -এলাকায় স্বস্তি

আপডেট সময় ০২:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ তার দলের সক্রিয় ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। এ খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন ওই এলাকার বাসিন্দারা।

সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে কোষ্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশ যৌথ একটি অভিযানে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী বেলায়েত হোসেন ওরফে বেলু, রফিজল হকের ছেলে শেখ ফরিদ ও কামাল হোসেন এবং কামাল হোসেনের ছেলে মো. আল-আমীন। শেখ ফরিদ ও কামাল আপন দুই ভাই এবং আল-আমীন কামালের ছেলে।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোষ্টগার্ড দক্ষিণ জোন এবং পুলিশ সোমবার মধ্যরাতে বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. বেলায়েত ও তার দলের সক্রিয় ৪ সদস্যকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি তাজা কার্তুজ এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

বেলায়েত একজন পেশাদার সন্ত্রাসী উল্লেখ করে কোষ্টগার্ড জানায়, তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি হত্যা মামলাসহ একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এলাকায় সে এবং তার দলের সদস্যরা চাঁদাবাজি এবং জমি দখলসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। সবসময় সে এলাকায় ত্রাস সৃষ্টি করত। একাধিক অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী তাদেরকে আটক করে।

এদিকে, বেলায়েতকে আটকের খবরে বাপ্তা ইউনিয়নের বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের আটকের ছবি ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্যের ঘরে যৌথবাহিনী সফল অভিযান করেছে উল্লেখ করে, বাহিনীটির প্রশংসা করেন এবং বেলায়েতের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

ছবি: ভোলায় যৌথবাহিনীর অভিযানে আটক ৪ সন্ত্রাসীNo description available.