বে-খেয়ালি পনা
লেখক শহিদুল ইসলাম সৃষ্টি
০১/১১/২৪ ডাইরী নোট
আমি এক দুর্বার বে-খেলালী পনা
আমি আমার আকাশে ভেসে বেড়াই
যেথা আমি ছাড়া ভেসে
বেরা সকলের মানা।
তৃপ্ত অতৃপ্ত বাসনায়
তরী-বাই আপন খেয়ায়,
নিখুঁত নীলিমে উর্মি তীরে
পলে পলে দোল খায়।
আমি এক দুর্বার বে-খেয়ালী পনা।।
চলে যাই,দলে যাই
সুখী আমি তিল-ঠাই,
ভেদাভেদ ভুলে তাই
সাম্যের জল খাই।
আমি এক দুর্বার বে-খেয়ালী পনা।।
ভীরুর মরণ এক নীল আলপনা
যে হাতের কঙ্কন রিমিঝিমি বাজে না
বিরহীন সে মন কোন দুঃখে কাঁদে না
তিক্ত বিষাদ জমা নিরব উত্তেজনা।
অসীম পথের দিশা খুঁজি আমি আমাতে
আপন ভুলোকে আমি নই কোন জামাতে,
আত্মাতে ব্যক্তি খুঁজে নিশিদিন
অনির্বাণী এক জ্বালাময়ী পী-দিন।