দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তার পাশে সিদ্ধ ধান শুকানোর সময় বজ্রপাতে কলেজ শিক্ষার্থী জুয়েল রানা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩টায় লালঘাট বাজার সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থী কুশদহ উপজেলার কুশদহ ইউনিয়নের দামাইল সরকার পাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য গোফ্ফার আলী বলেন, লালঘাট বাজারের পূর্ব রাস্তায় ধান শুকানোর সময় বজ্রপাতে জুয়েল গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।
নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।