চট্টগ্রাম নগরীর চাঁদগাও থানাধীন ৪ নং ওয়ার্ডের হরিচান্দ
মাঝির বাড়ির স্থায়ী বাসিন্দা নাসির উদ্দিনের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ছোট বোন জুলেখা
ও তার মেয়ে নাহিদা সুলতানা রিভার বিরুদ্ধে।
জানা যায় ২০১৯ সাথে তপশীলোক্ত জমিতে ভবন নির্মাণ করা হলে মৌখিক আপোস মীমাংসার মাধ্যমে উক্ত ভবন ভাই বোনদের মধ্যে ভাগ বণ্টন নেন তারা সেই সময় বড় ভাই নাছির উদ্দিন নীচ তলা ছোট ভাই গিয়াস উদ্দিন প্রবাসী কে ২য় তলা ও ছোট বোন জুলেখা কে তৃতীয় তলা বন্টন করে দেওয়া হয়। এর পরিপেক্ষিতে দীর্ঘদিন যাব শান্তিতে বসবাস করে আসছে তারা এরপরেও হঠাৎ করে ভাইয়ের সম্পত্তির উপরে নজর পড়ে ছোট বোন জুলেখা ও তার পরিবারের। আপন বড় ভাইয়ের সম্পত্তি আত্মসত্তের নেশায় মক্ত হয়ে নিজের আপন বড় ভাইয়ের উপর পাশবিক নির্যাতন চলায় বোন জুলেখা মেয়ে রিভা সহ তার ভাড়াটি সন্ত্রাস বাহিনী।
ভাইয়ের সম্পত্তি দখল করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত বোন জুলেখা ভাই নাছির কি হুমকি প্রদর্শন ও প্রতিনিয়ত ভয় ভীতি দেখিয়ে আসছিলেন। অসুস্থ ভাই তার পত্রিক ভিটা ছাড়বেন না বলে জানালে তখনি বাদে বিপত্তি। শেষমেষ গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ আনুমানিক দুপুর ১২ঃ০০ টায়
ফিল্মি স্টাইলে ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায় জুলেখা মেয়ে নাহিদা সুলতানা রিভা ও তাদের ভাড়াটি সন্ত্রাসবাহিনী তৈয়ব ও তার দলবল।
এই সময় তারা নীচ তলায় নাছির উদ্দিনের বাসায় প্রবেশ করে নাসির উদ্দিন ও তার পরিবারের উপর হামলা চলায়।
এবং নাসির উদ্দিনকে বাড়ির ছেড়ে চলে যাওয়ার জন্য ও হুমকি প্রদর্শন করেন বোন জুলেখা ও তার মেয়ে নাহিদা। বর্তমানে নিজের বাড়িতে বসবাস করা তার জন্য নাসির উদ্দিনের জন্য ব্যয়বহুল হয়ে পড়েছে তিনি ছোট বোনের ভয়ে নিজ পৈতৃক ভিটায় ভালোভাবে বসবাস করতে পারছেন না অত্যন্ত ভয় ও সংখ্যায় মানবেতর জীবন যাপন করছেন।
এ বিষয়ে নাসির উদ্দিন আদালতের দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করেন মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে নাসির উদ্দিন শান্তি চান শান্তিতে পৈতৃক ভিটায় বসবাস করতে চান। তিনি জানান আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের মাধ্যমে সঠিক ন্যায় বিচার পাব বলে আশা রাখি।