গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের রঙ্গিপাড়া আবাসিক এলাকার একটি ফ্ল্যাট হতে সাজ্জাদ হোসেন সজীব নামে এক মাদক ব্যবসায়ীতে গ্রেফতার করেছে চট্টগ্রাম র্যাব-৭।
গত ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার আনুমানিক ৪ টা ৩০
মিনিটে র্যাব-৭ এর একটি অভিযানিক দল হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় বিলকিস হাউস বিল্ডিং এর একটি ফ্লাটে অভিযান পরিচালনা করে সাজ্জাদ হোসেন (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী
সাজ্জাদ হোসেন সজীবকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে উক্ত ফ্ল্যাট বাসা হতে ১টি শপিং ব্যাগে ও ০৬টি প্লাষ্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রাখা রক্ষিত ৩৫ বোতল ফেন্সিডিল এবং ৫০ কেজি গাঁজা উদ্ধার সহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য আট লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।