পরিবহন শ্রমিকদের মারামারির জেরে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে গত ২৪ ঘণ্টা ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রোববার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. ইমাম হোসেন মেট্রো জানান, শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১টা থেকে এ রুটে ৭৬টি লোকাল এবং ৩০টি দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
ঘটনা সম্পর্কে তিনি জানান, শনিবার রাজবাড়ী-কুষ্টিয়া রুটে কুমারখালী গড়াই সেতু এলাকায় ড্রাম ট্রাক ও ভ্যানগাড়ির দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা দুটি লোকাল বাস যানজটের মধ্যে পড়ে। যার একটি কুষ্টিয়া মালিকানাধীন ও অপরটি রাজবাড়ী মালিকানাধীন।
যানজটমুক্ত হওয়ার পর রাজবাড়ী আসার সময় দুই বাস থেকে একসঙ্গে যাত্রী ডাকাডাকি করলে কুষ্টিয়ার মালিকানাধীন বাসের শ্রমিকরা রাজবাড়ীর মালিকানাধীন বাসের শ্রমিকদের মারধর করেন। পরে সকাল ১১টার দিকে কুষ্টিয়ার মালিকানাধীন বাসটি রাজবাড়ীর নতুন বাজার বাসস্ট্যান্ডে এলে ওই বাসের শ্রমিকদের রাজবাড়ীর মালিকানাধীন বাসের মার খাওয়া শ্রমিকরা মারধর করেন।
ইমাম হোসেন মেট্রো বলেন, ‘দুই বাসের শ্রমিকদের মারামারির জেরে শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার শ্রমিকরা কুষ্টিয়া বাস টার্মিনালে থাকা রাজবাড়ীর মালিকানাধীন ১০টি বাস আটকে বাস চলাচল বন্ধ করে দেয়। তাদেরও সাতটি বাস আমাদের দৌলতদিয়ায় আটকে আছে। এরপর থেকেই এ রুটে আমাদের ৫০টি লোকাল ও ৩০টি দূরপাল্লার বাস এবং কুষ্টিয়ার মালিকানাধীন ২৬টি লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।’
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, ‘কুষ্টিয়া বাস মালিক সমিতি ও শ্রমিকদের সঙ্গে কথা বলে আমরা যাত্রীদের দুর্ভোগ দূর করতে চেষ্টা করছি।’
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি হাজী মো. আমিরুল হক বলেন, ‘কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের সাথে রাজবাড়ী জেলার পরিবহন শ্রমিকদের ছোট একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। পরে সেখানেই বিষয়টি মীমাংসা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমাদের শ্রমিকরা গাড়ি নিয়ে রাজবাড়ী গেলে রাজবাড়ীর পরিবহন শ্রমিকরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ কারণে শনিবার থেকে দুই জেলার মধ্যকার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের ঝামেলার বিষয়টি মীমাংসা করার জন্য আমরা রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সঙ্গে কথা বলেছি এবং রাজবাড়ীর পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা আমাদের দিক থেকে আন্তরিকভাবে চেষ্টা করছি বিষয়টি সমাধান করার জন্য।’
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীরা এবং ঢাকা থেকে রাজবাড়ীর মালিকানাধীন বাসে কুষ্টিয়ায় চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা। ২৪ ঘণ্টা পার হলেও বাস চলাচল শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের দাবি তাদের।